পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড, অব, ল্যামারমুর সপ্তদশ পরিচ্ছেদ —Here is a father now, Will truck his daughter for a foreign venture, Make her the stop-gap to some canker'd feud, Or fling her o’er, like Jonah, 'to the fishes, To appease the see at highest. Anonymons. লর্ড কিপীর ভাঙ্গার কথা অরন্থ করিলেন । তিনি দৃষ্টি রাখিলেন, কথাটা শুনিষ যুবক ব্যাভেন্‌সউডের কিরূপ মনের ভাব হয় । লর্ড কিপার বলিলেন, "তরুণ বন্ধু, আপনি হয় ত জানেন, বিশৃঙ্খল অবস্থায় মাgয সন্দেহের দাস হয়ে থাকে ; যদি কৌশলী বদমাস তাতে ইন্ধন ধোগায়, তবে অবিশ্বাস অ1র ৪ তীব্র হয়ে টঠে । সে সময় যদি বদমাসদে সু কথায় ৫ণ দিল্লম, কিংবা আপনি আমাকে যে রকম কৌশলী রাষ্ট্রনীতিক ব’লে বিশ্বাস করেছিলেন, "আমি যদি ইত্নম, তা হ’লে মাষ্টার র্যাভেনদষ্ট স্বাপনি স্বাধীনতাঁর পরিবর্তে এডিনবরা +1র গারে আবদ্ধ থাকতেন । আর স:দ আপনি আর আগেই দেশত্যাগ করতেন, ভা হ'লে, বিদেশে গিয়ে আপনাকে {{যুগোপন ক’রে থাকতে গু'জ ।” যুবক পলিলেন, “লৰ্ড কিপার, পূব ব্যাপারে আপনি নিশ্চয় তামস করবেন না ; কিন্তু তবু ব্যাপারট। অসগুৰ ব’লে মনে হচ্ছে " "বিশ্বাস হচ্ছে না ? আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি । বোধ ক্ষ, প্রমাণ গুলে! আমার কাছেই আছে । লকহার্ড, শোন !”—অনুচর ঘরে অ}{সলে, লর্ড কিপার বণিলেন, আমার চবিবদ্ধ যে চিঠির বাক্সট। আছে, সেটা নিয়ে এস ৩ । আমি তোমার কাছে সেটা রাখতে দিয়েছিলুম ! শুনতে পেয়েছ ?” “ষ্ঠ্যা, হুজুর " লকহার্ড চলিয়া গেল । লর্ড কিপার আপন মনে বলি: চলিলেন, “বোধ হয়, কাগজপত্রগুলো সঙ্গেই আছে । এ অঞ্চলে আসবে ব’লে সেগুলো সঙ্গে রাখতে বলেছিলুম । যদি সঙ্গে না-ও থাকে, দুর্গেতে নিশ্চয় আছে । আপনি যদি দয়া ক’রে—* ইতিমধ্যে লকহার্ড সেখানে আসিল । তাহার হাতে একটা চামড়ার বাক্স । উৎ খুলিয়া তিনি {t仓 খানকয়েক কাগজ বান্থির করিলেন । আলীম লর্ড র্যাভেন্‌উডের অস্ত্যেষ্টিক্রিয়ার সময় যে দাঙ্গার মত ব্যাপার ঘটিয়াছিল, সে সম্বন্ধে প্রিভি কাউন্সিলে য়ে বিবরণ প্রেরিত হইয়াছিল, লর্ড কিপার ব্যাপারটিকে লঘু করিয়া যুবকের অমুকুলে উহার সমাপ্তির জন্য যে পত্রাদি লিখিয়াছিলেন এবং তাহার বিচারফল যাহা হুইয়াছিল, এই দলিলগুলিতে তাহার প্রমাণ ছিল । র্যাভেন্‌সউডের কৌতুহল যাহাতে উদ্রিক্ত হয়, সেই ভাবের কাগজ-পত্ৰই লর্ড কিপার সঙ্গে আনিয়াছিলেন । সার উইলিয়ম অ্যাসটন যে প্রকৃতপ্রস্তাবে যুবক র্যাভেনস্টডের পক্ষেই ওকালতী করিয়াছিলেন, এই সন্তা ঐ সকল কাগজপত্র পাঠে যুবক বুঝিতে পারিলেন । এ দিকে লর্ড কিপার কাগজপত্র সরবরাহ করিয়া স্বয়ং প্রাক্রাশের টেবলে কন্যার পার্থে গিয়া বসিলেন। ক্যালেবের সঠিত তিনি এমন সদয় ও সুমিষ্ট ব্যবহার করিতে লাগিলেন যে, তাহাতে বৃদ্ধ পরিচারকের মন ৪ তাহার মনিবংশের এই চির-শত্রুর প্রতি অনেকটা কোমল হইয়া আসিল । কাগজ-পত্রগুলি পাঠের পর মাষ্টার র্যাভেন্‌ষ্টড দুই তিন মিনিট ধরিয়া ললাট চাপিয়া ধরিলেন । গভীর চিন্তায় তিনি অভিভূত হইয়া পড়িলেন। পরে আবার তিনি ঐ পত্রগুলি পণ্ডিয়া লইলেন । দ্বিতীয়বার পাঠের পর উtহার ধারণা সুদৃঢ় হইল ! fঙনি তখন দ্রুতপদে লর্ড কিপারের সন্নিহিত হইয়া, র্তাহার হাত চাপিয় ধরিয়া বলিলেন যে, তিনি লর্ড কিপারের সম্বন্ধে বিরুদ্ধ ধারণ। হৃদয়ে পোষণ করিয়া যে অন্যায় করিয়াছেন, তজজষ্ঠ্য তিনি তঁাচাকে ধেন ক্ষমা করেন ; লর্ড কিপার গুরু বিপদ হইতে যথার্থই তাহাকে রক্ষা করিয়াছেন : কুট রাষ্ট্রনীতিক সার উইলিয়ম এই ব্যাপারে এমন বিস্ময়ের অভিনয় করিলেন—ষেন ব্যাপারটি তিনি কিছুই বুঝতে পারেন নাই । তার পর সুস্পষ্ট তাত্মিীযুতার সঞ্ছি", যুবকের সঠিত ব্যবহার করিতে লাগিলেন । এই অভাবনীয় দুঃখ লুসীর চক্ষুযুগল অশ্রুসিক্ত শুইল । মাষ্টার র্যাভেনৃস্টডকে এ যাবৎ তিনি উদ্ধ ১ ৪ গম্ভীর দেখিয় আসতেছিলেন । তাহার ৰিশ্বাস ছিা, এই যুবক তাহার পিতার দ্বারা ক্ষতিগ্রস্ত হুইয়াছেন । এ জন্য পিতাকে তিনি বারংবার যুবকের নিকট ক্ষমাপ্রার্থী হইতে অনুরোধ জ্ঞাপন করিয়াছিলেন । ক্রমে তিনি দেখিলেন, দৃপ্ত পরিবৰ্ত্তিম্ভ হইয়াছে । ইহাতে লুপী অভ্যস্ত বিচলিত হুইয়। পড়িলেন