পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর মাষ্টার বলিলেন, “বাক্লো খুব ভাল লোক। স্বা কিছু নীচ কাজ, তা তিনি কখনো করবেন না।” “কিন্তু অযৌক্তিক অনেক কাজ ভিনি ক’রে ফেলতে পারেন । সম্ভবতঃ বৃদ্ধ লেড়ী গিরনিংটনের মৃত্যু হলেই উনি প্রচুর ধন-সম্পদের অধিকারী হবেন। বোধ হয়, এত দিন তার মৃত্যু হয়ে থাকবে। দুজন ধনী আত্মায়ের সম্পদ তিনি পেয়েছিলেন । আমি ঐ লেউীর জমিদারীর কথা ভালই জানি । আমার জমিদারীর সংলগ্ন জমিদারী তার । বেশ বড় জমিদারী ।” র্যাভেনসউড বলিলেন, “শুনে মুখী হলুম ; আমি জানি, সম্পত্তির অধিকারী হবার পরে তার অভ্যাস৪ বদলে যাবে। ক্রেগেনগেলটের সংসৰ বিযদুষ্ট । ও লোকটার সঙ্গে আলাপ থাকলে ভদ্রতা চলে যায় ।” লড কিপার বলিলেন, “লোকট অ হ্যন্ত অপয়। ওর গায়ের গন্ধে জেলখানার দুষমনের দুর্গন্ধ আছে । কিন্তু আমর। প্রাতরাশে না বসায় নি ক্যালেব আমাদের উপর চটে যাচ্ছে, " - অষ্টাদশ পরিচ্ছেদ Sir, stay at home, and take an old man's Counsel; Sook not to hask you by a stranger's lioarth ; Our own blue smoke to warmer than their fire ; Domestic food is wholesome, though - 'tis homely; And foreign dainties poisomous, though tasteful. The Erench ("ourtezan. সুযোগ বুঝিয় মাষ্ট্রার র্যাভেনসউড অতিথিদিগকে বিদায় দিবার আয়োজন করিতে গেলেন । সেই সঙ্গে তিনি উলফসফ্রাগে অনুপস্থিত থাকিবেন, তাহারও ব্যবস্থা করিবার সংকল্প করিলেন । ক্যালেবকে এ বিষয়ে জানান প্রয়োজন । ক্যালেব যখন শুনিল যে, অতিথিরা চলিয়া যাইতেছেন, তখন সে খুবই খুলী হইল । উহার না আসিলে মনিৰকে সে কত দিন ভালভাবে আহার যোগাইতে পারিত, তাহার খসড়াও সেই সঙ্গে সে করিয়া ফেলিল । সে আপন মনে বকিয়া চলিয়াছে, এমন ৩য়—৮ . ¢ጫ সময় র্যাভেনস উড ভাহাকে বাধা দিয়া বলিলেন যে, তিনিও অতিথিদিগের সক্টিভ র্যাভেনক্সউড দুর্গ পৰ্য্যন্ত গমন করিবেন । সেখানে দুই এক দিন থাকিতেও পারেন । পরিচারকের মুখমণ্ডল এই কথা শুনিৰামাত্র বিৰূর্ণ হুইয়া গেল । সে বলিল, “ভগবান রক্ষা করুন !* . . . যুবক বলিলেন, “ক্যালেব, এ কথা ধরাঙ্ক কেন ? আমি লর্ড কিপারের সঙ্গে যাব, তাতে ভগবান ৰাধা দেবেন কেন ?” . . . ক্যালেব বলিল, “হা, মশাই –হ। মিঃ এডগার } আমি আপনার চাকর আপনাকে কোন কথ{ বলা আমার অন্যায় কিন্তু আমি অনেক দিনের পুরোনো, বুড়ে চাকর । আপনার বাবা, আপনার ঠাকুৰ্দ্দার সেবা করেছি ! আপনার বাবার ঠাকুর্দার ও সেব করবার ইচ্ছে ছিল, কিন্তু তখন আমি জন্মাইনি ° মাষ্টার বলিলেন, “এ সব কথা বলছ কেন, বালডারষ্টোন ? আমি সাধারণ ভদ্রতা হিসাবে : প্রতিবেশীর সঙ্গে যাচ্ছি । তার সঙ্গে এ সব কথার সম্পর্ক কি ?” - “झांड्र, भि: ७८*ाँद्र ! श्राष्ट्र, थायीब्र eछू ! আপনার নিজের বিবেকই ব’লে দেবে যে, আপনি পিতার পুল্ল ওয়ে ঐ রকম প্রতিবেশীর সঙ্গে যাওয়া অন্যায়—এটা আপনাদের বংশে শোভা পায় না । উমি এখন রফ করতে চেয়েছেন, আপনার অংশ ফিরিয়ে দিতে চেয়েছেন । আপনার সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইছেন । এতে আমি না বলতে পারব না—কারণ, ঐ তরুণী বড় ভাল –কিন্তু নিজের মর্য}}দ রেখে চলুন, হাতে ওঁর। আপনাকে আরও সম্মান করবেন ।" - কাসিয়া নিজের মনোভাব উড়াইয়ু দিৰাৰু চেষ্টা করিয়া মাষ্টার বলিলেন, “ক্যালেব, তুমি আমার চেয়েও বেশীদূর এগিয়ে গেছ দেখছি। মে বাড়ীতে তুমি আমার যেতে দিতে চাও না, সেই বাড়ীর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে ভূমি গররাজি নও । এর মানে কি ? তা ছাড়া তোমার মুখ যেন মৃতব্যক্তির মত শাদ হয়ে গেছে ।" ক্যালেব বলিল, “মশাই । সে কথা শুনে আপনি হাসবেন । কিন্তু চারণ টমাসের কথা মিথ্যে হবার নয়। আজ যদি আপনি র্যাভেনসউডএ যান, তার কথা ফলে যাবে , ,ভগবান ! আমার সময়েই এটা ঘটতে চলুলো ”