পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wუo ইতস্ততঃ করিয়! লর্ড কিপার বলিলেন, “দেখুন, আমি আইনজীবী মানুষ। ঘর যখন সাজানে হয়, আমর। কেউ এখানে ছিলাম না। আমার বিশ্বাস, সেগুলো কোথাও গুছিয়ে রাখা হয়ে থাকবে । আমার যতটা মনে পড়ে, সেই রকম উপদেশই আমি দিয়েছিলুম। সেগুলো পাওয়া গেলে আমি আপনার কাছে পাঠিয়ে দেব ” একবার মাথা ঈষৎ আনত করিয়া মাষ্টার আবার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন ; এমন সময় আঞ্জরে দুলাল পঞ্চদশবর্ষীয় হেনরী ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করিয়া পিতার কাছে গেল। সে বলিল, “বাবা, দেখুন, লুসী যেন কেমন হয়ে গেছে । সে আমার নতুন টাটু ঘোড়। দেখবার জন্য অাস্তাবলে গেল না ।” কিপার বলিলেন, “তাকে তোমায় বিরক্ত কর। উচিত হয়নি ।” বালক বলিল, “আপনিও দেখ ছি, বাধা, লুপীর মত ইয়েছেন । ম৷ ফিরে এলে আপনাদের দু'জনকেই সিধে ক’রে দেবেন।” পিত৷ বলিলেন, "চুপ কর, *。 তোমার শিক্ষক কোপায় ?” "ডানবারে এক বিয়ের নেমস্তয়ে আমীর বিশ্বাস, তিনি যেতে পাবেন না ।” লর্ড কিপার বলিলেন, “মিঃ কর্ডেরি খুব শিক্ষা দিচ্ছেন দেখছি । আচ্ছা, হেনরী, আমি এখানে যখন ছিলুম না, তখন কে তোমার ভার নিয়েছিল ?” “নৰ্ম্মান আর বব, উইলসন * “এক জন হল সহিস, আর এক জন হলেন বনরক্ষক ! বা : চমৎকার শিক্ষক পেয়েছ বটে ! তোমার কিছু হবে না, খালি হরিণ মারবে, আর মাছ ধরবে—” পিঙার কথায় বাধা দিয়া বালক বলিল, “বাব, নৰ্ম্মান একটা হরিণ মেরেছে, আমি তার শিং লসীকে দেখিয়েছি । আটটা শাখা তার আছে । বলছিল, আপনি নাকি একটা হরিণ মেরেছেন, তার দশটা দাড়া ? সত্যি কথা, বাব। ?” “হেনূরী, তার বিশটা দাড় থাকৃতে পারে । ঐ ভদ্রলোকটির কাছে যাও । উনি এ সম্বন্ধে তোমাকে অনেক খবর দিতে পারবেন । ধাও, ওঁর সঙ্গে কণ বল গিয়ে । ওঁর নাম মাষ্টার র্যাভেনস্ডড ” • যুবক তখন উভয়ের দিকে পশ্চাৎ ফিরিয়া একট। চিত্র দেখিতেছিলেন। হেনরীর্তিাহার কাছে চুটিয়া 44 গেছেন । به تیم পুসা সার ওয়ান্টার স্কটের গ্রন্থাবলী গিয় তাহার কোটের প্রাপ্তদেশ ধরিয়া বলিয়া উঠিল, “হ্যা, মশাই, আপনি দয়া ক’রে বলুন—” কিন্তু যুৱক র্তাহার দিকে মুখ ফিরাইতেই বালক সহসা স্তব্ধ হইয়া গেল । সে দুই চারিপদ পিছাইয় গেল এবং যুবকের মুখের দিকে চাহিয়া রহিল । যুবক বলিলেন, “আমার কাছে এস । আমি শিকারের সব গল্প বল্ব " পিত বলিলেন, “ওঁর কাছে যt 2, হেনরী । তুমি ই এত লাজুক ছিলে না, কোন দিন ।” কিন্তু আমন্ত্রণ অথবা পিতার নির্দেশ বালকের মনে কোন ও প্রভাব বিস্তার করিল না । মাষ্টারের আকৃতি পৰ্য্যবেক্ষণের পর বালক সতর্ক পাদবিক্ষেপে পিতার অন্তরালে শিয়া আ!শ্রয় গঙ্কণ করিল। প্ল্যাভেনমাউড় যখন দেখিলেন, পিতা পুত্রকে তিরস্কার করিতেছেন, তখন তিনি ও মুখ ফিরাইয়া চৈত্ৰখানির দিকে মনোনিবেশ করিলেন । লর্ড কিপায় মুকুশ্বরে পুলকে বলিলেন, “বোকা ছেলে, তুমি মাষ্টারের সঙ্গে আলাপ করলে না কেন ?” অত্যন্ত মুঢ়স্বরে বালক বলি, “সামার ভয় কে গল! ধরিয়া ঈষৎ নাড় দিয়া বলিলেন, “ভয় ! কি বোক তুমি ; কিসের ভয় ?” ফি ফিস করিয়৷ হেনরী বলিল, “সার মালিস র্যাভেনস্টডের ছবির সঙ্গে ওঁর ভয়ানক মিল হ’ল কি ক’রে ?" “ছবির সঙ্গে মিল ? অামার ধারণ ছিল, তুই আছুৱে দুলাল হয়ে মাট হয়ে গিয়েছিস্ । এখন দেখছি তুষ্ট জন্ম-বোকা ।" “আমি ত আপনাকে বলেছি, বুড়ে মালিস্ র্যাভেনসউড়ের সঙ্গে ওঁর হুবহু মিল আছে ! যেন ছবি থেকে উনি মাটাতে নেমে এসে দাড়িয়েছেন । শুধু পোষাকের তফাৎ। আর এর দাড়ি নেই, ছবিতে দাড়ি আছে ।" লণ্ড কিপার বলিলেন, “ওরে বোকা ছেলে, পূৰ্ব্বপুরুষের মত ওঁর চেহার হবে না কেন ?" “ভাই নাকি ! তবে ঐ ছবির র্যাভেনসউডের মত, উনি যদি বিশ জন লোককে ছদ্মবেশে সঙ্গে এনে থাকেন, আর মালিস্ যেমন পূৰ্ব্ব দুর্গাধিপকে মেরে ফেলেছিলেন, উনিও যদি ভাই করেন ।” কিপার এ প্রসঙ্গ শুনিয়া ৰিশেষ সুখী হইলেন না, তিনি বললেন, "চুপ কর বোকা ছেলে । মাষ্টার, লকহার্ড এসে খাবার আয়োজনের কথা জানাচ্ছে, চলুন "