পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর বাক্লো বলিলেন, “আরে না, না । ভার সার! জীবনটা যুক্তি ও দার্শণিক ভত্ত্বে যেন ইস্পাতের মত দুর্ভেদ্য হয়ে আছে। আমার চেয়ে তুমি তাকে ভাল ক’রে জান না। এতে তার দর্প—চর্ণ হবে-আমি তাই চাই ।” ক্রেগেনগেল্ট বলিলেন, “এখন বুঝতে পারছি, কেন সে তোমাকে ভায় ভাঙ্গ দুর্গে ঢুকতে দেয় লি । সে তোমার সাহচর্য্যে লজ্জ। পাবে ব'লে তা করেছিল ? আরে না, লা, তার ভয় হয়েছিল, পাছে তুমি ঐ মেয়েটিকে তোমার রূপে ভুলিয়ে ফেলে কেড়ে নেও * বাক্লে বলিলেন, “দুর পাগল, ক্রেগ ! তাই তুমি ভেবে রেখেছ ? ত। ময় ! সে আমার চেয়ে দেখতে হাজার গুণ ভাল ” ক্যাপ্টেন বলিলেন, “সারে রাম: ! তুমি ও যেমন । পে দেখতে কালে ঝুল। আর ধে লম্ব। — গুঞ্জ চেয়ে মাঝারি গোছের মোট লোক -——” বাধা দিয়া বাকলে ধগলেন, “তুমি যে দেখছি, आयात्क কুজে। 41নয়ে ছড়িছ ; স্বাকু, ল্যাভেনস্সে আমার সঙ্গে বন্ধুত্ব বজায় R1, উডের কথাই বলি : রাখেনি-আমি ও রাখব ন} ঘদি মেয়েটিকে ভার কাছ থেকে কেড়ে নে ৫য়। সঞ্চব হয়, ত! আমি নেব।" “কি বলছ, তাকে কেড়ে নে প্রয় ? তোমাকে ত করতেই হবে । তুমি তুরুপের থালাম—ছোড়াসক জর্ব ক'রে ছেড়ে দিতে হলে " বাঞ্চলে বলিলেন, “ভাই, ওসব জুম্বাড়ীর বুলি এখন বন্ধ কর । ধ্যাপার স্বী এখন দাড়িয়েছে, আমার আtষ্মীমুল্প প্রস্তাব আমি মেনে নিয়েছি, এখন লেডী অ্যাসটনের কাছে সপু{সরি বিয়ের প্রস্তাব পাঠাতে হবে । কারণ, তিনিই ভার মেয়ে ও ছেলের কওঁ । এখন আমি কোন বিশ্বস্ত লোকের মারফতে একখানা চিঠি পাঠাব, এই তার অভিপ্রেত।” ক্যাপ্টেন চাংকার করিয়া বলিলেন, “এই মুরাসুধ! পান করেই অামি জগতের শেষ প্রাস্ত পৰ্য্যন্ত ঘোড়া হাকিয়ে যেতে রাজি । সবই ভাই, তোমার জন্ত !" “দেখ, তোমাকে আমার জন্ত আরো কিছু করতে হবে, আর তোমার নিজের জন্ম ও বটে। চিঠি আমি ষাকে তাকে দিয়ে পাঠাতে পারি ; কিন্তু তোমাকে তা ছাড়া আরো কিছু করতে হবে । লেডী অ্যাসটনের কাছে কথায় কথায় ব’লে ফেলুবে, র্যাভেনসউড় র্তার স্বামীর বাড়ী অতিথি হয়ে আছে । তার মেয়ের সঙ্গে তার বিয়ের প্রস্তাব চলছে। তুমি আরও বলতে - બ-- శిల পার, মাকুইস এ-শীঘ্র সেখানে থাবেশ । তিনি গেলেই র্যাভেনসউডের সঙ্গে মিস অ্যাসটনের বিয়ে পাকা হয়ে সাবে । এ সব গুণে তিনি কি বলেন, ও আমি জানতে চাই । বাজি কে জিতবে, তা হতেই সব বুঝে নেব ।” “ত সে পারবে না, আমি বাঞ্জি রাখতে পারি।” "দেখ, ক্রেগ, তুমি সেখানে স্বাচ্ছ, তার বড় ঘরাণ। সেখানে গিয়ে তোমার ঐ সব বদখত কথা বলে। ন! যেন । আমি পরে লিখে দেব, তোমার ভদ্র ভী-জ্ঞান অল্প ; সাদাসিধে লোক ” “তাই লিখে দিও । সৈনিকপুরুষ, সামাজিক জ্ঞানের ধার ধারি মা ." “তুমি খুব ভাল মানুষ যে, তা ত মও। তবে তোমার সাহষ্য আমার প্রয়োজন ! লেডী অ্যাসটনের গতিবেগ বুদ্ধি করা প্রয়োজন " “তা আমি পুত্র পরিধ । দেখে, ধোড় ছুটিয়ে তাকে এনে ফেল্ব " “শোন, ক্রেগ, তোমার টাকার দরকার । নাও, এ থেকে সরাইখানায়ু মদ খেও " টাক পকেটস্থ করিয়! ফ্রেগেনগেল্ট বলিলেন, “দেখ ভাই, তুমি আমার সঙ্গে বন্ধুর মত ব্যবহার করছ না , টাক1র কি দরকার ছিল ? যাই ছোঞ্চ, নিলাম ।” “এখন, য। ৪. ঘোড়ার পিঠে চেপে বস। ভাল ঘোড়াট! তোমাকে বকশিস দিলাম !" দূত তখন বলিলেন, "হামার দৌত্য সফল হোক্‌ ৷” “দেখ ভাই, ঐ তাকটায় ১৬৭৮ খৃষ্টাব্দের ভাল মদের বে! তথা আছে ! "fট। কয়েক পেড়ে আন । আঞ্জ ঐ সুর পান ক'রে রাত কাটান ।" এই দ্বাবিংশ পরিচ্ছেদ A tid soon they spied tho merry men greon, And oko the coach and four. Duke upon Duke. যাত্রার আয়োজন সম্পূর্ণ হুইবামাত্র ক্রেগেনগেল্ট যাত্র করিলেন । যথাসময়ে নিৰ্দ্দিষ্ট স্থানে তিনি পৌছিলেন । মিঃ হেস্টন বাক্লোর পরিচয়-পত্ৰ সঙ্গ তিনি আসিয়াছেন, সুতরাং তাঙ্গার আদরঅভ্যর্থনার ক্রটি হুইল না । ক্রেগেমগেল্ট উত্তম বেশভূষা করিয়া আসিয়াছিলেন। সৈনিক বলিয়।