পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գb আজ তার সম্বন্ধেও আমি ঐ রকম ব্যবহার করছি। সে স্বাক্ট হোকৃ, এখন তুমি স্থির কর, কি করবে। ও যদি এখানে থাকে, তা হ’লে আমি এখান থেকে চ'লে যাধ ” অস্ত্যন্ত উত্তেজিত ও বিচলিতভাবে সার উইলিয়ম কিছুক্ষপ ঘরের মধ্যে পাদচারণ করিলেন। তাহার আননে শঙ্ক, লজ্জা, ক্রোধ পৰ্য্যায়ক্রমে দেখা দিল । কিন্তু পড়ার সঠিত এই প্রক্ষার মতানৈক্য প্রায়ই হইত। পরিণামে স্বাঙ্গ হুইয়া থাকে, তাহাই হইল । ভিনি বলিলেন, “শোন, ম্যাডাম, আমি স্পষ্ট ব’লে দিচ্ছি, মাষ্ট্রর র্যাভেনস্টড সম্বন্ধে তুমি যে অভদ্র ব্যবহার করতে আমায় বলুছ, তা আমি পর্ব না, আমার দ্বারা হবে ন!—আমার কাছে এ রকম ব্যবহার পাবার প্রত্যাশা তার ত’তে পারে না । তোমার নিজের বাড়ীতে এমন এক জন গুণ লোকের অপমান করবার ইচ্ছে যদি তোমার হয়ে থাকে, আমি তোমাকে বাধা দিতে পারিনে ; কিন্তু এ রকম অসম্ভব ব্যাপারে আমার কোন ধোগ নেই ।” লেডী বললেন, “ত হ’লে তুমি পাপূবে না ?” “ন, ভগবান জ্ঞানেন, আমার ধারা তা হবে না, ম্যাডাম। সাধারণ ভদ্র তার দিক্ দিয়ে তুমি আমায়ু যা কতে বলুবে, তা আমি কবৃতে রাঞ্জি, ধীরে ধীরে তার সঙ্গে সংস্লপ বর্জন করতে বল, কা হয় ত পাপুৰ, কিন্তু তাকে আমার বাড়ী থেকে চ'লে যেতে বলব, সে আমার দ্বারা ইবে ন-আমি পারব না। " - “তা' হলে এ ভার আমার নিজের হাতেই নিতে হবে । বংশের সন্মান রক্ষা করুবার জন্য এর আগেও এমন কাজ অনেকবার স্তে হয়েছে ।" আসন গ্রহণ করিয়া দ্রুত গুস্তে তিনি কয়েক ছত্র কি লিখিলেন । তিনি যখন দপ্লঞ্জ। খুলিয়। পাশের ধরে উপবিষ্ট। তাহার পরিচারিকাকে আহবান করিতে যাইবেন, লর্ড কিপার পুনরায় তাঙ্গকে বাধা দিবার চেষ্টা করিয়ু বলিলেন, “আর একবার ভাল ক’রে ভেবে দেখ, লেড অ্যাসটন—তুমি এক জন যুবককে সাংঘাতিক শত্ৰু ক’রে তুলুতে যােচ্ছ । সহস্র উপায়ে তিনি আমাদের অনিষ্ট করতে——” বিএপভরে লেডী বলিলেন, “শএকে কোন গুগলাস কখন ভয় করেছে শুনেছ ?” “ত বটে, কিন্তু ডগলাসের চেয়েও তার প্রতিঠুিংসা সাংঘাতিক—শত শত শয়তান তার হাতের মুঠোর মধ্যে। আর একটা রাত ভাল ক'রে ভেবে দেখ ” সারওয়ান্টার স্কটের গ্রন্থাবলী লেডী বলিলেন, “এক মুহূৰ্ত্তও নয়। মিসেস পাটুলো, শোন । এই চিরকুটটা যুবক র্যাভেনসউডকে দিয়ে এস * মিসেস পাটুলে বলিল, “মাষ্টারকে ম্যাডাম ?” “তাকে যদি ঐ বলেই ডাক, তবে তাই । তাকেই ।” কিপার বলিলেন, “এতে আমার কোন যোগধোণ নেই—ষ বোঝ কর । এখন আমি বাগানে গিয়ে দেখি গে জার্ডিন কি সব ফল পেড়েছে ” অসহ ঘৃণা ভরে স্বামীর দিকে চাহিয়া লেউী অ্যাসটন বলিলেন, “তাই দেখ গে । তবে ভগবানকে ধন্যবাদ দেও ষে, বংশের মান ইজ্জং রক্ষার জন্য অন্ততঃ এক জন আছে । তুমি ফল পাড়া দেখ গে।” লর্ড কিপার বাগানে অনেকক্ষণ বুঠিলেন । যখন বুঝিলেন, যাহা হইবার গুইয়! গিয়াছে—স্বীর কার্যে র্যাভেনসউডের প্রথম ক্ৰোধোঞ্ছাস শেষ হইয়াছে, তখন তিনি হলঘরে প্রবেশ করিলেন । দেখিলেন, মাকুইস্ ৰ্তাহার কোন কোন পরিচারককে কি আদেশ দিতেছেম কঁকার মুখমণ্ডলে তীব্র অসস্তোষের চিই প্রকটি । সার উইলিয়ম এত ক্ষণ মা আসিার জন্য ক্ষমা প্রার্থনা করিলেন । মাকু ইস্ বলিলেন, “পার উইলিয়ুম, আমার পরমাত্মীয় র্যাভেনসউণ্ডকে আপনার স্ত্রী যে পত্র দিয়েছেন, তার মৰ্ম্ম আপনি জানেন বোধ হয় । সুতরাং আপনি ও আমার বিদায় অভিনন্দন গ্রহণ করুন ! এমন পিস্ত্র অপমানের পর আমার আত্মীয় মৌখিক ভদ্র স্ত। প্রকাশে বিদায় নেবার প্রয়োজন অনুভব করেন নি । তিনি চ’লে গেছেন " পত্ৰখনি হাঙে লক্টধ। সার উইলিয়ম বলিলেন, *ন, লর্ড মহোদয়, আমি এ পত্রে কি লেখা আছে, তার কিছুই জানিনে । আমি এই জানি, লেডী অ্যাসটন ভারী বদরাগ এবং তার মনে য। খেয়াল আসে, তিনি তাই করেন । বাস্তবিক আমি এজন্য বড়ই দুঃখিত ও অষ্ট্রগুপ্ত হচ্ছি। কিন্তু আপনি বিবেচনা ক’রে দেশ বেন, এক জন মহিলা——” কথাটা পূর্ণ করিবার জন্য মাকুইস বলিলেন, “মহিলার মনে রাখা উট , সম্রাপ্ত ভদ্রলোকের সঙ্গে, বিশিষ্ট মৰ্য্যাদার লোকের সঙ্গে কি একম ব্যবহার করতে হয় ।” বেচার কিপার বলিলেন,"ঠক কথা,লৰ্ড মহোদয়। কিন্তু লেডী অ্যাসটন ঘেয়েমানুষ ছাড়া—” । বাধা দিয়া মাকুইস বলিলেন, “ভ হ'লে তাকে সেই রকম শিক্ষা দেওয়া উচিত। পদমৰ্য্যাদার