পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե Հ অ্যাসটনের ভাবী স্বামী কুওয়ার পরিবর্তে আজ তিনি উপেক্ষিত, বিতাড়িত । তিন জন নারী শবদেহ বহনের জন্ত আসিল । তন্মধ্যে এক জন অশীতিপর বৃদ্ধ । দ্বিতীয় নারী পক্ষাঘাত-রোগগ্ৰস্তl, তৃতীয় খঞ্জ । কিন্তু অস্ত্যেষ্টিক্রিয়া-সম্পাদন স্কটল্যাণ্ডের একটি পবিত্র প্রথ! । অসামর্থ্য সত্ত্বেও কেঙ্ক শবের সৎকারে বিমুখ হয় না ! বুদ্ধ স্ত্রীলোকগণ মাষ্টারকে অভিনন্দন জ্ঞাপন করিল । র্যাভেলসউডের মনে হইল, ম্যাকূবেগ ষে তিন জন ডাকিনীক ফরেস্ প্রাপ্তরে দেখিx|ছিলেন, ইছারাও যেন সেক্টরূপ , যুবক তাহদের হাঙে কিছু অর্থ প্রদান করিম কোথায় শবদেহ সমাহিত গুইবে, তাত বলিষ। দিলেন । কোথায় সমাধি-রক্ষকের দথা পাওয়া যাইবে, তাহ ৪ তিনি তাহাদিগের নিকট জানিয় লক্টলেন । মাষ্ট্রার কুটার ত্যাগ করিয়া যে বৃক্ষে তাঙ্গার ঘোড়া বঁ{{ ছিল, তথায় গমন করি:েন । তিনি যখন ঘোড়ার সজ্জ। রুপিঙ্গুস্ত করিতেছিলেন তখন বুদ্ধ নারীদিগের কথোপকথনের অনেকট! শুনিতে পাইলেন ; তাঙ্গার ঠাঠাকে দেখিতে পায় নাই । বাগানে ফুল তুলিতেছিল । অ্যান-উইনী বলিল, “মাষ্ট্রাব ভারী সরল ৫ সাদাসিধে মানুষ , চেহারাটা বড় সুনীপু ! ওঁর কাপ কি চওড় দেখেছিস্ ? ওঁর শবদেহু কাপড় দিয়ে জড়াতে আমার সাধ স্বামৃ * অশীতিপর বুদ্ধ বলিল, “ওঁর কপালে লেখ! আছে যে, কোন পুরুষ ৪ মারাঁ ওঁ শবদে স্পর্শ করবে না । আমি পূব ভালো লোকের কাছে শুনেছি ” “আল্‌সি গোরলে, তা হলে কি উনি যুদ্ধক্ষেত্রে মার। যাবেন ? তলোয়ার না গুমী, কিসের আঘাতে ওঁর মৃত্যু হবে ?" প্রাচীন বলিল, “কোন কথা আর শুনতে চেয়ে না—৪ সব গুর অদুষ্টে ঘটবে না ।” “আলসি গোরলে, আমি জানি, তুমি অঙ্গ লোকের চেয়ে জ্ঞানী, কিন্তু এ কি কথা তুমি বলুছ ?” “অ্যানী উইলা, আর বেশী কথা নয় । আমি যা জানি, তা বলেছি ” “ঐ শোন ঘোড়ার খুরের শব্দ, কিন্তু শব্দে শুভ চিহ্ন ত শুনতে পাচ্ছি না।” কুটীর হষ্টতে পক্ষাঘাতগ্রস্তা চীৎকার করিয়া বলিল, “আর দেরী করে না। এর পর মড়া দেখে আমরাই ভয় পাব ।" সার ওয়াটার স্কটের গ্রন্থাবলী র্যাভেনসউড ততক্ষণ বহু দূরে চলিয়া গিয়াছিলেন। তিনি ঐন্দ্রজালিক বিদ্যা প্রভৃতির প্রতি বিম্বিষ্ট ছিলেন-বিশ্বাস করিতেন না । কিন্তু সে দিন তিনি ষে দুখ দেখিয়াছিলেন, তাহার স্মৃতি হইতে মনকে মুক্ত কবিতে পারিতেছিলেন না। দ্রুতগতিতে তিনি টড গেম পান্থনিবাস অভিমুখে গমন করিলেন। সমাধিক্ষেত্রের রক্ষক মর্ট সিউয়ের সহিত দেখ। করিবার জন্য পান্থনিবাসে কিছু জলযোগ করিবার পর গমন কবিলেন । তিনি জানিতে পারিলেন, সমাধিরক্ষক কোন বিবাহের নিমন্ত্রণ রাখিবার জন্য গিয়াছে । সকালবেলা শুিনি আসিবেন, এইরূপ সংবাদ সমাধিরক্ষকের বাড়ীতে দিয়া তিনি পুনরায় পান্তনিবাসে ফিরিয়া গেলেন ; টডসঙ্গোমূএ মাকুইসের নিকট হইতে এক জন ধাক্কাবত আসিল । সে জানাইয় গেল যে, মাকুইস পরদিব্য সকালে এইখানে আসিয়! মাষ্টারের সহিত মিলিত হইবেন । অঙ্গ । উলুঙ্কস্ক্রাগে না গিয়৷ মাষ্টার সেইখানেষ্ট রাবস্থাপনের সংকল্প কপিলেন । চতুৰ্ব্বিংশতি পবি চাদ Hamlet. Has the follow no feeling of his business —h making. sing at grave Horatio, ('ustom hath made it in him a property of usiness. Hamlet. ’Tis e’en so ! the hand of little employment hath the daintier S6拉洛{°, Hamlot, Act V, Scene í. র্যাভেনস্টড সারারাবি ভাল ঘুমাইতে পারিলেন না—বিভীষিকাপূর্ণ স্বপ্ন দেখিয় মাঝে মাঝে নিদ্রা ভাঙ্গিতে লাগিল । নান। প্রকার দুঃখময় ভবিষ্যৎ চিস্ত করিয়ু; তিনি অস্থির হইয়া উঠিতে লাগিলেন। সামান্ত পস্থিশালার শষ্যা ৪ ভাল ছিল না, কিন্তু সে জন্য তিনি একবার ও অভিযোগ করেন নাই। দুশ্চিন্তাগ্রস্ত মন বাহিরের কোনও অভাব বোধ করিতে পারে না । অতি প্রত্যুষে তিনি শষ্য। ত্যাগ করিলেন। সমাধিক্ষেত্রের দিকে তিনি ধীরে ধীরে অগ্রসর হইলেন । কুটার হইতে ধুম নির্গত হইতে দেখিয়া মাষ্টার ভাবিলেন, গৃহস্বামী নিশ্চয়ই ফিরিয়া আসিয়াছে।