পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দি ব্রাইড অব ল্যামারমুর চলিতে চলিতে চোখ তুলিয়। চাহিবামাত্র তিনি দেখিলেন, মাকুইস এ—আসিতেছেন । তিনি টডস্ হোমএ আসিয়া মাষ্টারের সন্ধানে বাহির হইয়াছিলেন । পরস্পর অভিবাদনাদির পর মাকুইস, গত কল্য আসিতে পারেন নাই বলিয়া দুঃখ প্রকাশ করিলেন । তিনি বলিলেন, “আমি আসচুম, কিন্তু তোমাদের প্রণয়-ব্যাপার জানতে পেরে আমাকে থাকৃতে হয়েছিল । আমি বংশের প্রধান—* র্যাভেন্‌সউড বলিলেন, “শাপনি আমার জন্য যথেষ্ট করছেন, কিন্তু তবু আমি বলতে চাই যে, আমার বংশের আমিই প্রধান ব্যক্তি ।” মাকুষ্টস্ বলিলেন, “ঙ জাম, তা জাf বংশধারা অনুসারে তাই ঠিক, আমার বলধার উল্লাে এই যে, আমিই তোমার এক রকম অভিভাবক . “লর্ড মহোদয়, আমি বলতে চাই— সময় কবয়খনক সেখানে অসি# বঁাশ শুনাইতে চাহিল ! মাষ্ট্রার সংক্ষেপে বষ্টিলেন, “৪ সব শুনবার সম এখন আমাদের নেক্স " খবর-খণক তাহাতে কৰ্ণপাত না ক৪িয়। পুনঃ পুনঃ বঁশ জাইবার দাবী জানাইল । মাকুইস বললেন, “বলছি দৰ্পকার চ’লে যাও ” বৃদ্ধ নাছোড়বন । আগ্রহ প্রকাশ করিল।

  • ওহে বাপু, তুমি স'রে পড় ; আমাদের আলোচনায় বাধা দি ও না ।"

বৃদ্ধ বলিল, “এখানে না . পূ, ঐ সরাইখানাযু গিয়ে বাঞ্জাব ” মাকু ইস তাহাকে বণিলেণ, “তাই স্বাg " লোকটা চলিয়া গেল । ੋ,ਿ স্ তথাপি বাঞ্জাইবার জন্ম পঙ্কবিংশ পরিচ্ছেদ True love, an thou be true, Thou hast ane, kitte Part to play For fortuno, fashion, fancy and thou, - Maan strive for many a day. I've kend my mony a friend's tale. Far better by this heart of mine, What time and change of fancy avail A true-love knot to untwine. Hendersour মাকু ইগ বলিলেন, “আমার পরমাত্মীয় তুমি ; ঐ অসভ্য বঁাশীওয়ালা এখন চ'লে গেছে, আমি ዡ¢ তোমাকে বলছি যে, সার উইলিয়ম্ অ্যাসটনের মেয়ের সঙ্গে তোমার প্রণয়-ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলুম ; আজ মাত্র কয়েক মিনিটের জন্য মেয়েটির দেখা আমি পেয়েছিলুম। ওঁর গুণের কোন পরিচয় আমি পাইনি, সুতরাং র্তার সম্বন্ধে কোন কথা বলা চলে না। তবে আমার ধারণা, আর ৪ ভাল মেয়ে তুমি নিৰ্ব্বাচিত করলে পারক্তে ” র্যাভেনদউড বলিলেন, “লৰ্ড মহোদয়, আমার জন্য আপনি যে এত করছেন, এঞ্জন্ত আমি আপনার কাছে বিশেষ ঋণী । তবে মিস অ্যাসটন সম্বন্ধে আপনি মাথা ঘামাবেন, এট। আমার ইচ্ছা নয়ু । আপনি ঘটনাক্রমে আমার সঙ্গে মিস্ অ্যাসটনের বাগদানের কথা জানতে পেরেছেন ; আমি গোড়া থেকেই জানতুম যে, অ্যাসটন পরিবারের মেয়েকে বিয়ে করতে গেলে অনেক আপত্তি উঠৰে । তা জেনেও যখন আমি এতদূর অগ্রসর হয়েছি, তখন 'sার বিশেষ কোন কারণ মাছে জেনে আপনাদের সম্ভোষ লাভ কর। মাকু স্থস বলিলেন, “মাষ্টার, আমার সব কথাটা যদি আগে তুমি শুনে নিতে, তা হ'লে এ মন্তব্য তোমাকে প্রকাশ করতে ক'ত না । সব রকম আপত্তি সত্ত্বেও তুমি যখন এ বিষয়ে অগ্ৰসৰ হয়েছ, sখন এ সম্বন্ধে কোন প্রশ্ন তোলাই আমার অভিপ্রেত নয় । আমি শুধু এইটুকু চেয়েছিলুম যে, তুমি যা চাও, সে বিষয়ে আমি অ্যাসটনদের বোঝাতে চেয়েছিলুম * র্যাভেনসউড বলিলেন, “আপনার এ রকম অযাচিত মধ্যবৰ্ত্তি তার জন্য সীম ভারী কৃতজ্ঞ ইলুম । তবে আমি এটুকু জানি যে, সাম। অতিক্রম ক’রে আপনি এ বিষয়ে অগ্রসর গুণীন নিশ্চয় ।” মাকু ইস বলিলেন, “সে বিষয়ে তুমি নিশ্চিস্ত থাক । আমার সঙ্গে আত্মীয়ত:-স্বত্রে সংশ্লিষ্ট এক জম ভদ্রলোককে অ্যাসটনদের কাছে ষ্টেশ্ন করতে আমি পারিনে । আমি শুধু উীদের কাছে এইটুকু বলেছিলুম যে, স্কটল্যাণ্ডের সব্বশ্রেষ্ঠ সন্মানিত বংশে কন্যাদান করলে তাদের কি লাভ হবে । আমাদের সঙ্গে র্যাভেনস্টড পরিবারের কি রকম সম্বন্ধ, তাও বলেছিলুম। পালামেণ্ট এই বংশের কিরূপ প্রভাব, পরের অধিবেশনে তা প্রকাশ করবে, তারও আভাস দিয়েছিলুম। রাষ্ট্রনীতিক ধ্যাপার কোম্ পথে গিয়ে দাড়াবে, তারও আঁচ দিয়েছিলুম। ভ ছাড়া বলেছিলুম ষে, আমি তোমাকে নিজের ছেলে বা