পাতা:সার ওয়াল্টার স্কটের গ্রন্থাবলী (তৃতীয় ভাগ).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سياسb গাড়ী চক্টতে ধৰ্ম্ম দিয়। নীচে নামিলেন । আত্মীয়ের কাছে বিদায় লইয়া তিনি তাড়াতাড়ি দুর্গাভিমুখে অগ্রসর হইবার চেষ্টা করিলেন । আগুন তখন আকাশপথে উঠিয়াছিল । মাকু ইস্ বণিলেন, “একটা খাড়া নেও, আমিও ঘোড়ায় চেপে যাচ্ছি।” এই আকস্মিক দুর্ঘটনায় তিনি ও অত্যন্ত বিচলিত পড়িয়াছিলেন । তিনি ভূতাদিগকে সম্বোধন করিয়া বলিলেন, “সবাই চুপ ক'রে দাড়িধে কেন, সবই চল, যা কিছু পারা ষায় বঁাচাতে হবে i* ভূতগণ প্রস্তুত হইল । ক্যালেবকে পপ দেখাইয়। লইয়া সাইবার জন্ত তাঙ্গার স্ব স্ব অশ্বে কশাঘাত কপিল । সকলের কণ্ঠস্বরকে ডুবাইয়ু ক্যালেবের গলা শোনা গেল । সে বলিল, “আসুন, আসুন ! ওদিকে যাবেন না, প্রাণে মারা পড়বার ভয় আছে : বুড়ে কর্তার আমলে, ত্রিশ ব্যারেণ বারুদ ডনকাক থেকে এসেছিল, সেগুলো নীচের গুদামঘরে জম। আছে । আ গুন সে দিকে ও লেগেছে । ডাক্টনে ঘোড়া চালাও, ডাঙ্গনে ওর্গের একখানা পাথর যদি ছুটে বেরোধ, তা হ’লে ডাক্তার কিছু করতে পারবে না।" এ সংবাদ শুনিবামাত্র মাকু ইস ভাস্কার ভৃত্যবর্গকে লইয়। ক্যালেবের প্রদর্শিত পথে যাইবার শুইয়। আয়োজন করিলেন, র্যাভেম উড়কেও টানিয়া লইলেন । মাষ্ট্রর কিন্তু ব্যপারটা বুঝিঙে ন। পারিয়ু বলিয়। উঠিলেন, “বারুদ ! কোন বারুদ ? আমি জামিনে অথচ দুর্গে বারুদ আছে, এ ঞ্চি রকম কথা ?” মাকু ইয়া ততার কাণে কাণে বলিলেন, “আমি বুঝতে পেরেছি । ক্যাপ্লেবকে আর কিছু জিজ্ঞান করো না । দোহাই ভগবানের, ওকে আর প্রশ্ন করবার দরকার নেই।" মনিবের বাহপাশ গুইতে আপনাকে মুক্ত করিয়া লছয়া ক্যালের বলিল, “ঐ শুমুন, লর্ড মহোদয় সাক্ষ্য দিচ্ছেন যখন, তখন বিশ্বাস করুন ।" মাকু ইস বলিলেন, “বন্ধু, চুপ কর। স্তোমার মানবকে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি ব্যস্ত হয়ে ন!” র্যাভেনমউড বলিলেন, "আগুন বাড়বার আগে উলফসহোপের কোন লোক তোমাকে সাহায্য কর৩ে আসেনি, ক্যালেব ?" ক্যালেঞ্চ বলিল, “অনেকেই এসেছিল, হুজুর । কিন্তু তাদের হূর্ষের ভেওর যেতে দেইনি। অনেক দামী জিনিষ ভেতরে রয়েছে যে ” বিরক্তি দমন করিতে নপরিয়া র্যাভেনসউণ্ড সার ওয়াণ্টার স্কটের গ্রন্থাবলী বলিলেন, “গোল্লায় যাও, তুমি মিথ্যাবার্দী ! সেখানে এক টুকরা—” মনিবের কণ্ঠস্বরকে ডুবাইয়া দিয়া ভৃত্য বলিয়৷ উঠিল, “আগুন তখন জোর ক’রে উঠেছে । উৎসবভোজের ঘরের কড়িকাঠ তখন ধ’রে উঠেছিল। বারুদ আছে শুনে কেউ আর সাহস ক'রে এগুলো न! ।" মাকু ইল র্যাভেমপউণ্ডকে বলিলেন, “তোমাকে অঙ্গুরোধ করাষ্ট্র, ও বে৮ারাকে আর কোন প্রশ্ন করে ন} " *একট। {ं ংণে;{ * ক্যালেঞ্চ বলিল, “মাইস ? সে দিকে নজর দিতে আমি পারিনি । সে হয় ত দুর্গেই আছে—হয় ত তার সমাধি হয়ে গেছে ।" প্ল্যাভেনস্ট৬ বলিলেন, “এ সব আমি কিছু বুঝতে পারছি বিশ্বাসী চাকরাণীর জীবন বিপল্ল—মাই লওঁ, খামাকে আর ধ’রে রাখবেন না । আমি ঘোড়াসু b’ড়ে চলে যাই দেখি গিয়ে, এই লোকট। য। বল্‌ছে, বিপদ তন্ত গুরুভর কি না ।” ক্যালেঞ্চ বলিল,“ত হ'লে গুমুন, মাঈসী নিরাপদে আছে, ভ{ণ আছে ! আমি gগ পেকে যখন চ'লে fiস, তার অগেই তাঁকে আমি বেরিয়ে যেতে দেখেছি । আমি কি বুড়ে ঝির কথাটা ভুলে থাকতে পীর " কথ। শুধু বলব , বেচার মাইসীয়

  • : ;

মাষ্টার বললেন, “শুবে বলছিলে কেন ?” ক্যালেঞ্চ বসিল, “ভাই বলেছি না কি ? তা হ'লে হয় ত আমি স্বপ্ন দেখছিলুম । অথব| এই ভীষণ রাগ্লিতে আমার বিবেচনাবুদ্ধি লোপ পেয়েছিল,— কিন্তু সে নিরাপদে আছে । তার কিছুই হয়নি।” তর্গের চঃম পরিণতি দেখিবার দুর্গমনীয় বাসন৷ সত্ত্বেও, র্যাভেনসউডকে তাহার আত্মীয়ের সহিত চলিখুt যাহঁতে ইহল । উল্‌ফসহোপএ সকলে গমন করিলেন । সেখানে তাহীদের পরিচর্ষ্যার সুবনে|বস্ত হইয়াছিল । এখানে একটা কথা উল্লেখ করিতে হইবে । উহ! পুৰ্ব্বে বলিতে ভুলিয়াছি। লক্হার্ড অনুসন্ধান করিয়া জানিতে পারিয়াছিল, ক্যালেব কি উপায়ে সে দিনের ভোজ্যাদি সংগ্ৰছ করিয়াছিল । সে গোপলে গর্ড কিপারকে সকল কথা নিধেদন করিয়াছিল। লর্ড কিপার তখন র্যাভেনসউডকে প্রসন্ন করিবার জন্ত সৰ্ব্বপ্রযত্বে ব্যঞ্জ ছিলেম । তিনি এতক্ষণ আলু রকম