পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Եվ, אfrabat 5t:דןזאןזין হইলেও সম্ভবতঃ তিনি ২৬এ আগষ্ট প্রথম বা বাগান করেন। যশোহরেই দীনবন্ধু মিত্রের সহিত র্তাহার প্রথমঠুচয় হয়। এই পরিচয় উত্তরকালে ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হইছিল। যশোহরে অবস্থানকালে ১৮৫৯ খ্ৰীষ্টান্ধের শেষের দিকে বঙ্কিমচঞ্জে পত্নীবিয়োগ হয়। পূৰ্ণচন্ত্র লিখিছেন– पकिशठ ७ अभtा झै अश्ब्र की योनिष्णन, इरुभिशन शैनक्कूक ऋक : লইয়া স্থানে স্থানে পায়ী দেখিয়া বেড়াইতে লাগিলেন ;" | ১৮৬ খ্ৰীষ্টাম্বের ২১ জানুয়ারি তিনি যশোহর হইতে মেদিনীপুরের নেগুৰ্খ। মহকুমায় বদলি হইলেন ; ৭ই ফেব্রুয়ারি নেগুরী পৌঁছিয়া তিনি ৯ই তারিখে সেখানকার কার্ধ্যভার গ্রহণ করেন। ঐ বৎসর জুন মাসে হালিশহরের বিখ্যাত চৌধুরি বাড়ীর কন্যা রাজলক্ষ্মী দেবীর সহিত বঙ্কিমচন্ত্রের বিবাহ হইল। দ্বাদশবর্ষীয় পত্নীকে বঙ্কিমচন্দ্ৰ কৰ্ম্মস্থানে লইয়া গেলেন।,নেগুয়ায় অবস্থানকালে সমুদ্র ও অরণ্যের শোভা দেখিয়া 'কপালকুণ্ডলা'র বীজ তাহার মনে উপ্ত হয়। ১৮৬১ খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাসে বঙ্কিমচন্দ্র খুলনায় বদলি হন এবং শেখানে ১৮৬৪ খ্ৰীষ্টাব্দের ৪ মার্চ পৰ্য্যন্ত অবস্থান করেন। এই সময়ে তিনি এডুকেশন গেজেটে কিছু কিছু লিখিতেন। তাহার ইংরেজী উপন্যাস Rajmohan's Wife এবং প্রথম বাংলা উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ gostně storz: zf z gv | Rajmohan's Wife făgostňštr

  • পূর্ণচন্ত্রের কথায়—প্রভাকরে লিখিবার সময় পত্রের দ্বারা...ইহাদের বন্ধুত্ব জঙ্কিল।..সৰ্ব্বদাই উভয়ে উভয়কে পত্র লিখিতেন, কখনও কখনও পত্রের ভিতর কবিতা থাকিত-আদরের কবিতা, কখনও গালাগালির কবিতা থাকিত।"

বঙ্কিমচন্ত্রের চাকুরীর ইতিহাসে এই ছুটির উল্লেখ মাই।