পাতা:সাহিত্য সার .djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় । 鲨° সক্রেটিসও এই প্রকার লোক ছিলেন । তিনি নব্য পুরুষদিগকে হিতো পদেশ দ্বারা সৎশিষ্য করিয়া রাজ্যের কি পর্য্যস্ত উপকার করিয়াছিলেন, তাহার বর্ণনাতে লেখনী সমর্থ হয় না। কোন উপদেশক তাহা অপেক্ষ অধিক শিষ্যকে একত্র করিতে কথন পারে নাই, আর র্তা তার ন্যায় অন্য কাচারও শিষ্য মহোদয় ছিলেন না । প্লেটোৰু একাকীই সহস্র গুণরাশি, তিনি মরণকালে এই বলিয়া করুণানিধান ঈশ্বরের স্তব করিয়াছিলেন যে, বিৰেকশক্তিবিশিষ্ট জীব হইয়া ম্লেচ্ছভূমিতে না জন্মিয়t ওীসদেশে জন্মলাভ করিয়াছেন, এবং অন্য কালে সংসারযাত্ৰt না কaিয়। সক্রেটিসের পবিত্র জীবনকালে জন্মপ্রাপ্ত হইয়াছিলেন, অতএব বিধাতাকে ধন্য ! জেনফন ও { তাহার উপদেশে কৃতাৰ্থন্মন্য ষ্টয়াছিলেন । কথিত আছে যে, সক্রেটিস র্ত। হাকে এক দিন রাজমার্গে দেখিয়া যষ্টিনোদন দ্বারা স্থগিত্ত করিয়া জিজ্ঞাস করেন, “থা ল]দ্রব্য কোথায় বিক্রয় হর, তাহা জান?” জেন’ফন হট্টের পথ দেখাইয়। এ প্রশ্নের উত্তর সহজেই দিয়াছিলেন,পরে সক্রেটিস পুনশ্চ জিজ্ঞাসিলেন “সুনীতির শিক্ষ। কোথায় পাওয়া যায় ?” এ কথায় জেনফন কিৎক্ষণ নিরুত্তর হষ্টলে ঐ পণ্ডিত স্বয়ং কছিলেন, “মুনীতিশিক্ষার স্থল যদি জানিতে চাছ, তবে আমার সহিত আটস, আমি দেখাইব ?” محr--جع مم-چتعبے-پی-سی

  • প্লেটো—এক জন গ্ৰীসদেশীয় স্থবিখ্যাক্ত দার্শনিক। ইনি সক্রেটিসের

জন্যতম শিষ্য । { এক জন গ্রীসদেশীয় ইতিহাসরচয়িত্ত ।