পাতা:সাহিত্য সার .djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 সাহিত্যসার } জেন’ফন তৎক্ষণাৎ তাহার সহিত গমন করিলেন। পরে ঐ জেন’ফন সৰ্ব্বাগ্রে গুরুর উপদেশ সংগ্ৰহ করিয়া লোকশিক্ষার্থ প্রকাশ করেন । আরিাষ্টপস + একবার সক্রেটিসের কথা যৎকিঞ্চিৎ শ্রবণ করিয়া তাহার শিষ্যত্ব স্বীকারে এত বাগু হইয়াছিলেন যে, ঐ জ্ঞানসিন্ধুর নিকট গিয়া সদসৎ বিবেকের সূত্র এবং অনখনিৱসনের পথলাভের চিন্তায় শীর্ণ শরীর ও ক্লিষ্টাঙ্গ হইয়াছিলেন, পরে তত্ত্ব পদেশ অজন করিয়৷ জন্ম সফল করিয়াfছলেন । মেগারা দেশীয় ই ডক্লিডের বিষয়ে যাহা লিখিত আছে, তাহাতে আরো স্পষ্ট বোধ হয় যে, সক্রেটিসের শিষ্যেরা তাঙ্কার উপদেশ প্রাপ্তার্থে বিজাতীয় ব্যগ্র চইত । এথেন্স এবং মেগার+ দেশীয় লোকদের মধ্যে সে কালে ঘোরতর সংগ্রাম উপস্থিত হষ্টয়াছিল, তাহাতে উভয় দলস্থ সৈন্যের পরস্পর এবম্বিধ দ্বেষ ও হিংস জন্মিয়াছিল যে এথেন্স নগরের পৌরজনের নিজ সেনানীগণকে বৎসরে বৎসরে দুষ্ট বার মেগারা রাজ্যে উপদ্রব করিতে শপথ করাইয়াছিল, এবং নিয়ম করিয়াছিল যে, শত্রু পক্ষের কেহ আটকাদেশে পদার্পণ কfরলেই শমন ভবন গত হইবে । তথাপি সক্রেটিসের উপদেশ গ্রহণার্থে ইউক্লিডের মনোৰাসন। শিথিল হয় নাই । তিনি সয়ংকালে মুথে অবগুণ্ঠন দিয়া নারীর বেশে সক্রেটিসের বাটতে আসিতেন, পরে রাfত্র প্রবাস করিয়া গ্রত্যুষে পুনশ্চ ঐরূপে স্বদেশে প্রত্যাগমন কয়ি তেন । 曼 { এক জন গ্রীসদেশীয় দার্শনিক। সক্রেটিসের শিষ্য।