পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ ፃor সীতা । রামচন্দ্র আবার হৃদয়মধ্যে যুগপৎ হর্ষ, রোষ ও চুঃখ অনুভব করিলেন। তিনি ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন “রাক্ষসরাজ, জানকী শীঘ্রই আমার নিকট আগমন করুন।” এই বলিয়া তিনি পুনৰ্ব্বক্ষর চিত্তাসাগরে নিমজ্জিত হইলেন । ধৰ্ম্মজ্ঞ বিভীষণ রামের আদেশ শ্রবণমাত্র তৎক্ষণাৎ তৎসন্নিহিত সমস্ত লোককে সেইস্থান হইতে অপসারিত করিতে ভৃত্যগণের উপর আদেশ প্রচার করিলেন। বানর ভল্লুক ও রাক্ষসগণ দলে দলে উখিত হইয়া দূরে গমন করিতে লাগিল। ঐ সময়ে বায়ুবেগজুতিত সমুদ্রের গভীর গর্জনের স্তায় একটা তুমুল কলরব সমুখিত হইল। সহসা রামের স্বপ্ন ভাঙ্গিয়া গেল। তিনি সৈন্তগণের অপসারণ ও তন্নিবন্ধন সকলকে তটস্থ দেখিয় ক্রোধাভরে বিভীষণকে তিরস্কার পূর্বক কহিতে লাগিলেন “তুমি কি জন্য আমায় উপেক্ষা করিয়৷ এই সমস্ত লোককে কষ্ট দিতেছ ? ইহার। আমারই আত্মীয় স্বজন। গৃহ, বস্ত্র ও প্রাকার স্ত্রীলোকের আবরণ নয়, এইরূপ লোকাপসারণও স্ত্রীলোকের আবরণ নয়, ইহা রাজাড়ম্বর মাত্র ; চরিত্রই স্ত্রীলোকের আবরণ। অধিকন্তু বিপত্তি, পীড়া, যুদ্ধ, স্বয়ম্বর, যজ্ঞ ও বিবাহকালে স্ত্রীলোককে দেখিতে পাওয়া দুষণীয় নহে। এক্ষণে এই সীতা বিপন্ন ; ইনি অতিশয় কষ্টে পড়িয়াছেন। এসময়ে, বিশেষতঃ আমার নিকটে, ইহঁাকে দেখিতে পাওয়া দোষাবহ হইতে পারে না । অতএব, তিনি শিবিক ত্যাগ করিয়া পদব্রজেই অামুন। এই সমস্ত বানর আমার সমীপে তাহাকে দশন করুক।” (৬১১) বিভীষণের মনে ঘোরতর সন্দেহ উপস্থিত হইল। লক্ষ্মণ এবং হনুমানও রামের এই আদেশশ্রবণে অতিশয় ৱিস্মিত ও দুঃখিত হইলেন । বানর ও রাক্ষসসমাজ নীরব ও নিম্পনা ; মহামতি বিভীষণ সীতাসমভিব্যাহারে ধীরে ধীরে অগ্রসর হইতেছেন ; কৌশেয়বসন সীতাদেবী বজায় যেন স্বদেহে মিশাইয়া যাইতেছেন ; বিভীষণ র্তাহার