পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マ)や - সীতা । রামচন্দ্র সেই বালকদ্বয়ের প্রতি দৃষ্টিপাত করিয়া হৃদয় মধ্যে এক অভূতপূৰ্ব্ব আশ্চৰ্য্য ভাল অনুভব করিতে লাগিলেন। তাহাদের মুকুমার দেহ ও অঙ্গপ্রত্যঙ্গসকল দর্শন করিয়া রাম অতিশয় ব্যাকুল হইয়া" পড়িলেন। পূজ্যস্বভাব প্রিয়তমা জনক তনয় সহসা তাহার স্মৃতিপথে সমুদিত হইলেন । তিনি এই বালকদ্বয়কে জানকীরই গর্ভজাত পুত্র বলিয়া বিশ্বাস করিলেন এবং দেই অনাথার দুঃখপূর্ণ জীবনের ইতিহাস স্মরণ পূৰ্ব্বক অজস্র অশ্রুবিসর্জন করিতে লাগিলেন। রামচন্দ্র হৃদয়ের আবেগ নিরোধ করিতে অসমর্থ হইয়া সেই দিন সভাভঙ্গ করিলেন। সভাস্থ সকলেই বালকদ্বয়কে রূপ, আকার, ইঙ্গিত ও চেষ্ট্র রামেরই তুল্য অবলোকন করিয়া অতিশয় বিক্ষিত হইলেন। এইরূপে কুশীলব প্রতিদিন রামায়ণ গান করিতে লাগিলেন। মহারাজ রামচন্দ্র ৰ্তাহাদিগকে অষ্টাদশ সহস্র নিষ্ক প্রদান করিতে আদেশ করিলেন, কিন্তু বালকদ্বয় তাহ গ্রহণ করিলেন না। র্তাহার। বলিলেন “মহারাজ, আমরা বনবাসী, বন্ত ফলমূলে দিনপাত করিয়া থাকি ; অর্থে আমাদের প্রয়োজন কি ?” রাম ইহাতে আরও বিস্মিত হইয়৷ তাতাদের পরিচয় জিজ্ঞাসা করিলে, তাহারা বাল্মীকির শিষ্য বলিয়াই আপনাদের পরিচয় প্রদান করিলেন। কিন্তু রাম গীতপ্রসঙ্গে তাহাদিগকে সীতারই গর্ভজাত বলিয়া জানিতে পারিলেন। কৌশল্য প্রভৃতি বৃদ্ধ মহিষীগণের এবং লক্ষণেরও সেইরূপ অনুমান হইল। তখন রামচন্দ্র কতিপয় দূতকে সভামধ্যে আহবান পূৰ্ব্বক"কছিলেন “তোমরা ভগবান বাল্মীকির নিকট গমন করিয়া আমার বাক্যানুসারে বল, যদি জানকী সচ্চরিত্রী হন, যদি তাহাকে কোনরূপ পাপস্পর্শ না হইয়া থাকে, তাহ। হইলে তিনি মহর্ষির আদেশে উপস্থিত হইয়া আত্মশুদ্ধি সম্পাদন করুন। আমার যে কলঙ্ক সৰ্ব্বত্র বিকীর্ণ হইয়াছে, জানকী তাহ স্বালনের জন্য কল্য প্রভাতে আসিয়া সভামধ্যে শপথ করুন। তোমরা