পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । •s. পতিত, কখনও বা শোকে লুপ্তসংজ্ঞ এবং কখন কখন চেতন লাভ করিয়া ক্ষিগুচিত্তের স্তায় দৃষ্ট হইতে লাগিলেন। কিন্তু দুষ্ট কৈকেয়ীর কঠিন হৃদয় কিছুতেই দ্রব হইল না। এইরূপে সেই কালরজনী অতিবাহিত হইয়া গেল । •. যামিনী প্রভাত হইলে রামের রাজ্যাভিষেকের সমস্ত আয়োজন হইল। বশিষ্ঠাদি ঋষি ও ব্রাহ্মণগণ সভাতে সমবেত হইলেন। কিন্তু মহারাজ তখনও সেখানে উপস্থিত হইলেন না দেখিয়া তাহার। স্বমন্ত্রকে অন্তঃপুরমধ্যে প্রেরণ করিলেন। মুমন্ত্র অন্তঃপুরে প্রবেশ পূৰ্ব্বক যবনিকার অন্তরালে দণ্ডায়মান হইয়া মহারাজকে প্রফুল্লম্বদয়ে । গাত্ৰোখান এবং রামচত্রের অভিষেকরূপ মঙ্গলোৎসব সম্পাদন । করিতে প্রার্থনা করিলেন। দশরথ সুমন্ত্রের সেই বাক্যে অতিশয় । কাতর হইলেন এবং সজলনয়নে তাহাৰু দিকে দৃষ্টি সঞ্চালন , করিয়া কহিলেন “মুমন্ত্র, তোমার বাক্যে আমার অধিকতর মৰ্ম্মবেদনা হইতেছে।” মহারাজের মুখে সহসা এই কাতরোক্তি শ্রবণ করিয়া সুমন্ত্র বিস্মিতমনে সেই স্থান হইতে কিঞ্চিৎ অপস্থত হইলেন। কিয়ৎক্ষণ পরে কৈকেয়ী তাহাকে নিকটে আহবান করিয়া" বললেন "মুমন্ত্র, মহারাজ রামাভিষেকের হর্ষে সমস্ত রজনী জাগরণ করি য়াছেন ; এক্ষণে তিনি পরিশ্রমে যৎপরোনাস্তি শ্রাপ্ত ও ক্লান্ত হই । য়াছেন ; অতএব তুমি ত্বরিত্বপদে একবার রামচন্দ্রকে এইস্থলে আনয়ন করঞ্জ” মুমন্ত্র রাজাজ্ঞার প্রতীক্ষা করিতেছিলেন, স্বয়ং রাজারও সেইরূপ আদেশ পাইবামাত্র তৎক্ষণাৎ রামের উদেশে প্রস্থান করিলেন। । রামচজ জানকীর সহিত কুশশয্যায় নিশাষাপন করিয়া প্রভাতো, চিত ক্রিয়াদি সমাপন পূর্বক পবিত্র আসনে মুখে উপৰিষ্ট আছেন, এমন সময়ে মুমন্ত্র গিয় তাহাকে অভিবাদন ও রাজাজ্ঞ জ্ঞাপন कब्रिटणम । ब्रांम ७ जानकी जेउब्रहे भट्न कबिंtणन, भशब्रांण चूंकि