পাতা:সীতা (অবিনাশ চন্দ্র দাস).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tv - সীতা । भांबांद्र ब्रांम शeि निर्मीनिऊ श्हेरउटाइन, क्रुि छूनि हेर्शहरु जनांनब्र कब्रि७ मा। हेनि ब्रिज वा जन्णङ्ग३ इउँन, फूमि हेईएक cशक्छ्गा বিবেচনা করিবে p.) ( રા૭૨) - জানকী কৌশল্যাদেবীর ঈদৃশ ধৰ্ম্মসঙ্গত বাক্য শ্রবণ করিয়া কৃতাএলিপুটে কহিলেন "আর্ঘ্যে, আপনি আমাকে যেরূপ আদেশ করিতে । ছেন, আমি অবগুই তাহ পালন করিব। স্বামীর প্রতি কিরূপ আচরণ করিতে হয়, আমি তাহা জানি ও শুনিয়াছি। আপনি আমাকে অসতীদিগের তুল্য বিবেচনা করিবেন না। শশাঙ্ক হইতে রশ্মির স্তায় আমি ধৰ্ম্ম হইতে বিচ্ছিন্ন নহি ; পিতামাতা ও পুত্র পরিমিত বস্তুই দান করিয়া থাকেন, কিন্তু জগতে স্বামী ভিন্ন অপরিমের পদার্থের দাতা আর কেহ নাই, মুতরাং তাহাকে কে না আদর করিবে ? আর্য্যে, আমি কি কারণে স্বামীর অবমাননা করিব ? পতিই আমার পরম দেবতা।” (২৩৯ ) কৌশল্যা সীতার বাক্য শ্রবণ করিয়া আনন্দাশ্র বিসর্জন করিতে লাগিলেন। অনন্তর রাম লক্ষ্মণ ও সীতা সকলের নিকট বিদায় গ্রহণ পূর্বক স্বমন্ত্রচালিত রথে আরোহণ করিলেন। রথ ঘর্ঘরশবে রাজপথে ধাবমান হইল। রাজপুরীর মধ্যে ভীষণ আৰ্ত্তনাদ শ্রত হইতে লাগিল। জানকী ও লক্ষ্মণের সহিত রাম বনগমন করিতেছেন দেখিয়া নাগরিকের অাপনাদিগকে অনাথ মনে করিল, এবং বালক বৃদ্ধ, যুবক প্রৌঢ়, ব্রাহ্মণপূত্র, সৈন্ত সামন্ত, সকলে হাহাকার করিয়া তাহার রথের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইতে লাগিল।