পাতা:সুকুমার রায় রচনাবলী-দ্বিতীয় খণ্ড.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মূর্খমাছি





মাকড়সা । সানবাঁধা মোর আঙিনাতে——
জাল বুনেছি কালকে রাতে,
ঝুল ঝেড়ে সব সাফ করেছি বাসা ।
আয়-না মাছি, আমার ঘরে
আরাম পাবি বসলে পরে,
ফরাস পাতা দেখবি কেমন খাসা ।


মাছি । থাক্, থাক্, থাক্, আর বলে না,
আনকথাতে মন গলে না——
ব্যবসা তোমার সবার আছে জানা ।
ঢুকলে তোমার জালের ঘেরে,
কেউ কোনোদিন আর কি ফেরে ?
বাপ্ রে ! সেথায় ঢুকতে মোদের মানা ।

৩৬
সুকুমার সমগ্র রচনাবলী :২