পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(আহা) একজন বড় সাদাসিধে ভেদ করে না আত্মপর। (আর) টাকার লোভে বসে থাকে যত ব্যাটা সবাথপর ॥ (ওরে) পণ্ডিতমশাই ব্যস্ত বন্ড চণ্ডীবাবর হিতাথ । (দেখ) আমলচি ধবংস করি কচ্ছেন সবায় কৃতাৰ্থ ॥ (আহা) বিদ্যে জাহির কচ্ছে সবাই পোলাও কোমা ভোজনে । (দেখ) যত রাজ্যের নিকমার দল বাড়ছে সবাই ওজনে ॥ (ওরে) অবিশ্রান্ত হনজকে নিত্য মহেতেকো শান্তি নেই। (আজ) পঞ্চবষ অন্ত হৈল ক্ষান্ত দেবার নামটি নেই। (ওরে) কপিমনকালে শনি নাই রে এমন কান্ডকারখানা। (હર્ક) খোসামদে ভণ্ডগলো আহাদেতে আটখানা৷ (আহা) পাপচন্দন বণ্টি হবে চণ্ডীবাবর মস্তকে । (দেখ) অক্ষয় পণ্য সঞ্চয় হবে চিত্রগুপ্তের পশতকে ॥ ष्बिज्रौग्न ऋणा জমিদার বাড়ি দলিরাম ও খোঁটরামের প্রবেশ দলিরাম। এত কাণ্ডকারখানা করা গেল, এখন ভালোরকম দু-একটা ওস্তাদ আসে তবে মজলিসটা জমে। খোঁটারাম। হ্যাঁ। বেশ তালে আছি দাদা! ভাবনা নেই, চিন্তা নেই, খাওদাও আর ফতি কর। দলিরাম। হ্যাঁ হ্যাঁ, যেরকম ঘি-দধ চবচোষ্য চলছে, আর কটা দিন যেতে দাও না—আর চেনবার জো থাকবে না । 을8 কেবলচাঁদের প্রবেশ কেবল। আমি মনে কচ্ছিলাম আপনাদের মজলিসে আজ গুটি দশেক গান শোনাব। খে’টরাম ও দলিরাম। (পরপরের প্রতি) এ কে রে ? কেবল। সিকী ! আপনারা কেবলচাঁদ ওস্তাদকে চেনেন না ? খে:ট্রাম। কোন জন্মে নামও শুনি নি— দলিরাম । চোদপর্যুষে কেউ চেনে না— কেবল। হ্যাঁ, তা আপনারা গোপীকেট বাবকে চেনেন তো ? খে ট্রাম। গোপীকেট ? দলিরাম ও খোটরাম। হ্যাঁ—নাম শুনেছি— বোধ হচ্ছে। দলিরাম। তাই নাকি! খে ট্রাম। সে কথা বলতে হয়—আসতে আজ্ঞা হোক মশাই। দলিরাম। বসতে আজ্ঞা হোক মশাই— খে ট্রাম। কি নামটা বললেন আপনার ? কেবল। কেবলচাঁদ। দলিরাম। কি বললে? বক্কেশবর ? তা বেশ, বকদাদা, আজ তোমার গান শোনা যাবে! কেবল। তা বেশ, কি বলেন—গানটা আরম্ভ করলে হয় না ? খে ট্রাম। না, না! এখনই কি দরকার? সবাই আসকে আগে— কেবল। এই সর-টরগুলো একটা গুছিয়ে নিতে হবে। দলিরাম। আরে মশাই! আমাদের কাছে গা-ও যা, ধা-ও তাই—সবই সমান। কেবল। হ্যাঁ—গানগুলোর কি মশকিল জানেন ? ওগুলো আমার স্বরচিত কিনা— তাই, গাইতে একটা সংকোচ বোধ কাঁচ্ছ। খে ট্রাম। তা নাই-বা গাইলে—অন্য কিছ: গাও না— नदङ्याब्र नभश ब्रफ़नावलौ