পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । পরমেশ্বরের স্বৰূপ এবং গুণ সকল মনের অতীত, এতাদৃশ মানসিক সংস্কার এবং জীবাত্মার সারভূত পদার্থ বিষয়ে সন্দেহ থাকিলে কেবল অামারদের পরিচ্ছিন্ন ক্ষমতা জন্য যে সাতিশয় অসন্তুষ্ট হইতে হয়, এমত নচে ; কিন্তু মনুষ্যাজিত তীবদ্বিষয়ের প্রতিই অশ্রদ্ধা জন্মিয়া যায়; যেহেতু তদ্বারা অভিহিত অতি প্রয়োজনীয় বিষয়ে কোন জ্ঞানই লব্ধ হয় না। প্রতুত, এই সৰ্ব্বসামঞ্জস্যসম্পন্ন জগতের কৰ্ত্ত এবং পালরিতা যে পরম পুরুষ, যিনি স্বজন করিয়া অশেষবিধ দিব্য ও পার্থিব পদার্থকে যথা স্থানে নিয়োগ করিয়াছেন, তাহার সত্তায় বিশ্বাস, এবং ‘সকলের প্রতি আত্মবৎ ব্যবহার কর’ এই ব্যবস্থায় ঐকান্তিকী শ্রদ্ধা থাকিলে আর মানবপ্রকৃতির প্রতি অসন্তুষ্ট হওয়া যায় না; বরঞ্চ অামারদের জীবন আপনারদের পক্ষে সুখকর, ও অপর মনুষ্যদূের পক্ষে উপকারজনক হইয়া উঠে। সন্তোষের প্রথমোক্ত হেতুটি অর্থাৎ পরমেশ্বরের সত্তায় বিশ্বাস প্রায় সৰ্ব্বত্রেই দেখা যায়; ইহা হয় শ্রীতি এবং পার