পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৯ ১ ] খেচরেরা আসিয়া তাহাতে লীড় প্রস্তুত করিতে পারে । - ৮৩*। একদা ফিরুসি ও অধ্যাপকেরা তাহাকে জিজ্ঞাসা করিল ‘ তোমার শিষ্যের প্রাচীনদের জনশ্ৰুতি অনুযায়ী না চলিয়া অধেীতহস্তে কেন ভোজন করে? তিনি উত্তর করিলেন, হে ভণ্ডতাপস সকল ! যিশায়িয় তোমারদের বিষয়ে উপযুক্ত ভবিষ্যদ্বানী ব্যক্ত করিয়া গিয়াছেন, যথা “ এই লোকেরা আমাকে কেবল মুখের দ্বারা ভক্তি করে, কিন্তু তাহারদের অন্তঃকরণ আমা হইতে দুরে রহিয়াছে; মনুষ্যের আজ্ঞাকে ধৰ্ম্মেপদেশ বলিয়া শিক্ষা দিয়া তাহারা আমার বৃথা অর্চনা করে।’ পরমেশ্বরের আজ্ঞাকে অবহেলা করিয়া তোমরা পাত্রাদি মার্জন প্রভৃতি মনুষ্যপ্রণীত জনশ্রুতিকে মান্য কর; ঈদুশ কার্য্যেই তোমারদের প্রবৃত্তি । তিনি আরও বলিলেন, আপনারদের জনশ্রুতি রক্ষার্থ তোমরা সৰ্ব্বতোভাবে পরমেশ্বরের আজ্ঞা সকল অবহেলন কর;" কারণ, মুসা বলিয়াছেন, “পিতা মতাকে ভক্তি কর; পিতৃ-মাতৃ-নিন্দক মৃত্যু যাতনা সহ করিবে । কিন্তু তোমরা বল “ যে ব্যক্তি স্বীয় পিতা বা মাতাকে বলে “যাহাকিছু দ্বারা তুমি উপকৃত হইতে 'ಗರತ್ಮ ੋਂ