পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

L S Go Go J তবে কে বিশ্বাস কবিয়া তোমারদের হস্তে বাস্তবধন অপণ করিবে? পরকীয় বিষয়ে যদি তোমরা বিশ্বস্ত না হইয়া থাক, তবে তোমারদের নিজের বিষয় কে তোমারদিগকে দিবে? **, ১৫৭ ৷ কোন ব্যক্তি দুই প্রভুর সেবা করিতে পারে না ; সে হয় একজনকে ঘৃণা করে, ও অপরকে প্রীতি করে ; নয় এক জনের বাধ্য হয়, ও অপরকে অ বজ্ঞা করে । তোমরা যুগপদ পরমেশ্বর ও সসারের সেবা করিতে পার না । লোভাসক্ত ফিরুসিরা এই সকল কথা শুনিয়; ত;হাকে উপহাস করিতে লাগিল । তিনি তাহারদিগকে কহিলেন, তোমরা মনুষ্যসমক্ষে ধাৰ্ম্মিক বলিয়া বিজ্ঞাত হইয়া থাক; কিন্তু পরমেশ্বর তোমারদের মনের ভাল গতি সকলই জানেন। মনুষ্যেরা যাহা অত্ত্বাৎকৃষ্ট বলিয়া বিবেচনা কবে, তাহা ঈশ্বরসমক্ষে অতি ঘৃণাৰ্ছ পদার্থ (১৩২) । ধৰ্ম্মশাস্ত্র ও ঋষিপ্রোক্ত গ্ৰস্থাদি যোহনের সময় পয্যন্ত কার্যকর ছিল; তৎপর কৈবল্যসম্বন্ধীয় উপদেশ প্রচারিত হইয়াছে; এবং সকলে তৎপ্রাপ্তির যত্ন করিতেছে। ভূলোক স্বর্গ (১৩২) অর্থাৎ মানুষ্যের কোন বিষয়-ক উৎকৃষ্ট বা সত্য, অধব উপকারী বলিলেই যে তাহ যথার্থতঃ সেইৰূপ হইবে, গুমত পৰে । -