পাতা:সুখশান্তির উপায় স্বরূপ যিশু-প্রণীত হিতোপদেশ.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

36ఆ } লোক বরং লুপ্ত হইতে পারে, তথাপি ধৰ্ম্মণাস্ত্রের ৱিন্দুবিসর্গ লুপ্ত হইবে না। যে ব্যক্তি স্বীয় স্ত্রীকে পরিত্যাগ করিয়া অপরের পাণি গ্রহণ করে, তাহার ব্যভিচার করা হয় ; এবং তদ্রুপে স্বামীত্যক্ত স্ত্রীকে ষে বিবাহ করে, তাহার ও ব্যভিচার করা হয় । ১৫৮ ৷ কোন ধনীব্যক্তি ছিলেন; তিনি কৃষ্ণলোহিত বর্ণের অংশুক পরিচ্ছাদাদি পরিধান করিতেন, এবং প্রতিদিন বহু আয়োজন পূর্বক ভোজন কfরতেন । অপিচ, ইলিয়াসর নামক এক ক্ষতশরীর ভিক্ষুক ধনীর পাত্রাবশিষ্ট অন্ন গলাধঃকরণ মানসে তাহার দ্বারে পড়িয়া থাকিত, এবং কুকুর সকল তাহার ক্ষত লেহন করিত। ভিক্ষুকের মৃত্যু হইলে সে অমরগণ কর্তৃক নীত হইয়া অব্রামের ক্ৰোড়ে স্থাপিত হইল। ধনীব্যক্তিও কালগ্রাসে পতিত হইয়া প্রোথিত হইলেন ; এবং নরকে অশেষ যাতনা ভোগ করত নেত্রোত্তোলন করিয়া দুরে জব্রাহুম্কে ও তৎক্রোড়স্থ ইলিয়াসরকে দেখিলেন; তখন উচ্চৈঃস্বরে কছিলেন “পিতা অব্রাহ্ম ! কৃপা করুন; ইলিয়াসরকে প্রেরণ করুন যে সে জলে অঙ্গুলি নিমজ্জিত করিয়া আমার জিহাকে শীতল করে; আমি মহোত্তাপে উত্তাপিত হইয়াছি।’ অব্রাহ্ম কছিলেন ‘বৎস! তুমি জীবিত কালে ক্ষে