পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}(రి ও তাহার আজ্ঞা পালন করে, ও প্রার্থনাদ্বারা র্তাহাতে নির্ভর দেয়, এব^ ঈশ্বরহইতে নানা প্রকার মঙ্গল ও উপকার ও সান্তুনা পায় । , ২ । অবিশ্বাসি লোক ঈশ্বরহীন । (১) ঈশ্বরের বিষয়ে সে অল্প জানে ও অল্প বি বেচনা করে, এব^ প্রার্থন প্রায় করে না । (২) সে ঈশ্বরকে মানে না, অর্থাৎ তাহার আজ্ঞা পালন করে না । (৩) দুঃখের সময়ে সে ঈশ্বরের নিকটে আশ্রয় লয় না, কিন্তু নিরাশ হয় । কিম্ব এ আমার কপাল, ইহা বলিয় আপন মনকে কঠিন করে । তৃতীয় ভাগ। এই জগতে অবিশ্বাসির বাস করা দুঃখের বিষয় । ১ । এই জগতের সূথ চঞ্চল ও অল্পকালস্থায়ী । ২ । এই জগতে সকলের নানা প্রকার मूंथ शन । ৩। বিশেষতঃ পরের দুষ্টতা নানা দুঃখের মুল। এই ভিন কারণ প্রযুক্ত অবিশ্বাসি অর্থাৎ প্রত্যাশাহীন ও ঈশ্বরহীন লোকের অবস্থা ভয়ানক বটে । { 8 × ) ইফিষীয় ৪ ; > ৯ । তোমাদের মুখচষ্টতে কোন কদালাপ নিগত না হউক, কিন্তু শ্রোতৃগণের নিষ্ঠাতে উপকার জনক সদালাপ হউক । প্রথম ভাগ। নিষিদ্ধ আলাপের নির্ণয়। ১। দুষ্ট আলাপ নিষিদ্ধ। এমত দুষ্ট আলাপের মুল নানা প্রকার হইতে পারে, বিশেষতঃ ।