পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X&ఏ ৫ । এই যে অতি স্লষ্ট আজ্ঞা তাহ পালন করা নি তান্তু আমাদের উচিত | ভূ । আমরা যেন সৰ্ব্বদা কাতর ছহ, তা হা ঈশ্বর চাহেন না, বরণ যেন সৰ্ব্বদ প্রফুল্লচিত্ত হই, তাহা চাহেন। অতএব এ বিষয়ে চেষ্টা করা অামাদের কন্তব্য। (3 S) ১ থিমলনীৰ্কীয ৫ : ১ ২ । পাপের ছায়াহইতেও দূরে থাকে । প্রথম ভাগ। কর্তব্য কৰ্ম্মের বণনা । ১ । সাধারণান্ধপে যাহা পাপের মত দেখায়, তাহহইতে দূরে থাকা ঐ কৰ্ত্তব্য কৰ্ম্ম। দুষ্ট লোক সাহ ভাল বাসে, এব^ ধাৰ্ম্মিক লোক যাহার বিষয়ে সন্দেহ করে,তাহাই পাপের মত দেখায়। ২ । বিশেষতঃ নিমু লিথিত কএক বিষয়হইতে দুরে থাকা গ্রীষ্টীয়ান লোকের উচিত । (১) যাহার বিষয়ে সন্দেই হয়, এমত শিক্ষা । (২) যাহার স্বভাৰ বিষয়ে সন্দেহ হয়, এমত মনুষ্যের মিত্রতা। ২ ৰণশাবলি ১৯, ২। (৩) স^সারিক লোকদের থেলা ও রঙ্গর স । , (৪) যে স্থানে প্রায় সৰ্ব্বদা পাপকৰ্ম্ম হয় এমত স্থান, ইহার উদাহরণ, মদের দোকান, ও বিবাদকারি লোকদের জনতা, ও পৰ্ব্বসমযে দেবপূজকদের সমাগম স্থান । o