পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X ჯyo (৫) সাহার বিষয়ে সন্দেহ হয়, এমন ক্রীড়া ও লীলা ও ঠাট্ট ও দ্বন্দ্র ইত্যাদি। (৬) যে কৰ্ম্ম গোপনে করিবার কোন প্রয়োজন নাই, এমত কৰ্ম্ম যদি গোপনে করা যায়, তবে তাহাহইতে দূরে থাকা ভাল। (৭) স্ত্রীলোক ও পুরুষলোক এই দুইয়ের মধ্যে যে প্রণয় হঠাৎ জন্মে তাহা সন্দেহের স্থল । - (৮) ধার দিয়া ভারি সুদ গ্রহণ করা সন্দেহের স্থল। এই দেশের ব্যবস্থানুসারে এক ২ টাকার মধ্যে তিন মাসান্তে দুষ্ট ২ পয়সা ভারি সুদ। ইহা অপেক্ষা অধিক সুদ গ্রহণ করা পাপ, আর ঐ সুদ গ্রহণ করা ভাল নয় । (>) প্রার্থনা ও ধৰ্ম্মোপদেশ ও প্রভূর ভোজন ইত্যাদি অবহেলা করা পাপের মত দেথায় । দ্বিতীয় ভাগ। ঐ কৰ্ম্ম যে কৰ্ত্তব্য ইহার প্রমাণ । ১ । পাপের ছায়াহইতে मूछ ना থাকিলে সকলে তোমার বিষয়ে সন্দেহ করিবে, তাহাতে কেছ তোমার কোন সুপরামর্শ আর মানিবে না। পাপের ছায়াতে বলিলে তুমি পরীক্ষার মধ্যে যাইবা এব^ পাপ করিতে শিথিবী । . ভূমি যদি পাপের ছায়ার নিকটে যাও, তবে পাক্ষিক লোক সকল দুঃথিত হইবে, এব^ দুষ্ট লোক পাপ করিতে আশ্বাস পাইবে । পাপের ছাযার নিকটে গেলে তুমি ঈশ্বরের এই স্লষ্ট আজ্ঞা লঞ্জন করাতে দণ্ডের যোগ্য হইব। 2 ~ දා 8