পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩৮ স্বগের প্রতি আমার মন আকর্ষণ করণার্থে ঘটে, ইহণ ধামিক লোক নিশ্চয় জানে । (৫) এব^ এই দুঃখের পরে স্বগীয় সুখভোগ অতি মিষ্ট হইবে, ইহা জানিয়া সে সান্থন পায় । , ২ । অন্য ২ বিসয়ে ধৰ্ম্মসেবার ফল । (১) ধৰ্ম্মসেবাদ্বারা মনুষ্য মদ্যপানাদি ঘৃণাহ আচরণহইতে ও তদুৎপন্ন দুনাম ও রোগ ও দরিদু তাহইতে রক্ষা পায়। (২) ধৰ্ম্মসেবাহইতে তাহার যে যাথার্থিক ও দয়ালু স্বভাৰ জন্মে, তৎপ্রযুক্ত সকলে তাহাকে ভদ্ৰলোক জ্ঞান করে । (৩) ধৰ্ম্মসেবাদ্বারা সে নমু ও ক্ষান্ত হইয় উঠে, তাহাতে বিবাদহইতে ও তদুৎপন্ন ক্লেশহইতে রক্ষা পায় । *- - (৪) ধৰ্ম্মসেবাদ্বারা তাহার মন তৃপ্ত হয়, এৰ ৭ সেই তৃপ্তি ও শান্তি বহুধনাপেক্ষাও উত্তম । ( ৫ ) ধমুসেবাদ্বার। সে সমস্ত চিন্তার ভার ঈশ্বরের উপরে রাখে, তাহাতে তাহার মন উদ্বিগ্ন না হওয়াতে সৰ্ব্বদা সুস্থির থাকে। (২) শাস্ত্রীয় বচনমূলক প্রমাণ । ১ । ধাৰ্ম্মিক লোক প্রার্থনার দ্বারা গুীষ্টের নামে যাহ। চাহে তাহাই পায়, কিম্বা তদপেক্ষা উত্তম অন্য বর পায় । ২ । ঈশ্বর তাহাকে কখনো ত্যাগ করেন না। ইষ্ট্রীয় >○ ; G I -