পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XVఏ ৩ । ঈশ্বর পরীক্ষার সময়ে তাহার রক্ষার পথ প্রস্তুত করেন । ১ কর ১০ : ১৩ । १ । उाद९ चप्लेना मिलिग्ना उाशग्न प्रक्रन जग्राग्न । রোম ৮ ; ২৮ | (G పె) ২ তীমথিয় ১ ; ১• । মৃত্যুজয়কারী এবং সুসমাচারদ্বারা জীবন ও অমরতা প্রকাশ কারী আমাদের ত্রাণকৰ্ত্তা প্রভূ যীশু খ্ৰীষ্ট । - প্রথম ভাগ । খ্ৰীষ্ট মৃত্যুকে জয় করিয়াছেন, অর্থাৎ তাহা বিফল ও শক্তিহীন করিয়াছেন । ১ । তিনি আপনি মৃত্যুকে জয় করিয়া কবরহইতে পুনরায় উটিয়াছিলেন। ২। বিশ্বালি লোকদের নিমিত্তেও মৃত্যু জয় করি য়াছেন । '(১) তাহদের মৃত্যু হয় বটে। (১) কিন্তু তাছাদের মৃত্যুর স্বভাৰস্থির হক্টয়াছে। সেই মৃত্যু তাহাদের দণ্ড নহে, কারণ গুষ্ট দণ্ড ভোগ করিয়াছেন। তাহাদের মৃত্যু পাপের ও ক্লেশের শেষ এব^ স্বৰ্গদ্বার স্বৰূপ । (৩) তাহাদের মৃত্যুদ্বারা মনের হানি হওয়া দূরে থাকুক, বরণ লাভ হয়। o (৪) তাহাদের মৃতু্যদ্বারা শরীরের যে ক্ষয় হয় তাহাও নিত্যস্থায়ী হয় না, যেহেতুক শেষদিনে শরীর পুনর্জবিত হইয়া তেজোময় ও, অমর হইবে ।