পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yፃ• দ্বিতীয় ভাগ। গুষ্ট সুসমাচারদ্বারা জীবন ও অমরত প্রকাশ করিয়াছেন । ১। দেবপূজকের পরকালীয় জীবন ও অমরতার বিষয়ে নানা প্রকার অনুমান করিয়াও তাহার পথ নিশ্চয় করিতে পারে নাই । ২ । সেই বিষয়ে যিহুদীয়দের কিঞ্চিৎ জ্ঞান ছিল বটে, কিন্তু তাহ অল্পষ্ট ও অসমপূর্ণ। ৩। খ্ৰীষ্ট সুসমাচারদ্বারা আমাদিগকে সেই বিষয়ক জ্ঞান দিয়াছেন । (১) আপনার পুনরুত্থান ও স্বর্গারোহণদ্বার) । (২) পীড়িত লোকদিগকে সুস্থ করণ ও কোন ২ মৃত লোককে পুনর্জীবিত করণদ্বার। (৩) পাপের দণ্ড ভোগ করণদ্বার) । (৪) পুনৰ্জ্জন্ম ও পারমার্থিক জীবন দান করণ छांद्भ1 | (৫ ) পরকাল বিষয়ক স্লষ্ট শিক্ষা দেওনদ্বারা । ২ তীমথিয় ১ ; ১২ ৷ (ہ ني) অামি র্যাকার আশ্রিত তাহাকে জানি, এবং তাতার হস্তুে অা মায় যাহা গচ্ছিত আছে, তাছা তিনি বিচারদিন পৰ্য্যন্ত রক্ষ" করিতে পারেন, ইহাতে আমার দৃঢ় বিশ্বাস আছে। তৎকালে পৌল কারাবদ্ধ হইয়া প্রাণদণ্ডের অপেক্ষাতে ছিলেন, এমত দুঃখের সময়ে তাহার মন স্থির থাকিল, তাহার কারণ এই ২ । প্রথম ভাগ । পৌল খ্ৰীষ্টকে জ্ঞাত ছিলেম ।