পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为总 मl, eकबल ऊँांज्ञांद्र द्रशन्दTग्नष्ठांद्भ1 ङ्ग्न ; उाठ७द* खाना সকল কৰ্ম্মাপেক্ষ পাপের মাৰ্জ্জন দুষ্কর। ঈশ্বর যদি আমাদের হিতার্থে আপন হন্ত বিস্তার করেন, তবে পরের হিতার্থে নিজ হস্ত বিস্তার করা কি অপমাদের উচিত নহে o, “ঈশ্বর আপন হস্ত বিস্তার করণদ্বারা আমাদের প্রতি যে অনুগ্রহ প্রকাশ করেন, তাহার নিমিত্তে কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের উচিত বটে, তথাপি সেই সকল অনুগ্রহ এই সৎসার সম্বন্ধীয়, এব^ তিনি আপন শহুদিগকেও ঐহিক বিষয়ে অনুগ্রহ করেন। এই নিমিত্তে আমাদের কেবল সেই অনুগ্রহুপ্রাপ্তির চেষ্ট কৰ্ত্তব্য নহে, পরিত্রাণবিষয়ক অনুগ্রহপ্রাপ্তির চেষ্টাও কৰ্ত্তব্য। যেহেতৃক তিনি যেমন আমাদের প্রতিপালনার্থে হস্ত বিস্তার করেন, তদ্রুপ আমাদের পরিত্রাণার্থে প্রভূ যীশু খ্ৰীষ্টকে দিয়াছেন, এব^ তাহার গুণে আমাদিগকে চিরস্থায়ি স্নেহের পাত্র করিতে প্রস্তুত আছেন। কোন গৃহস্থ দরিদ্র লোকের প্রতিপালনার্থে এব৯ আপন দাসকে বেতন প্রদানার্থে হস্ত বিস্তার করেন বটে, তথাপি আপন পুত্রকে দাস অপেক্ষা অধিক স্নেহ করেন । ” * “ঈশ্বর তাবৎ প্রাণির মনোবাঞ্ছা পূর্ণ করেন, তিনি কৃপণ নহেন। এব^ যে কোন মনোৰ্বাঞ্ছ তিনি জন্মান তাহাই পূর্ণ করিতে প্রস্তুত আছেন, এব^ নিজ স্বভাবানুসারে যে প্রাণী যাহা বাস্থ করে তাহ তিনি যোগাইয়। দেন। আমার যে মনোবাঞ্ছা ঈশ্বরের অভিমত তাঁহা তুিনি পুর্ণ করিয়েন, ইহ জানিয়া আমি সাধন পাই ;