পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ মথি ; ২৮। ১, যীশু কাহাকে পরামর্শ দেন : ২. কি পরামর্শ দেন ? ৩ সেই পরামর্শ মানিলে তাহার। কি ফল পাইৰে ? মীথ ৬; ৮। ১, ন্যায় করণ : ২, দয়া ভাল বাসন : ৩, ঈশ্বরের সহিত নমুতাচরণ। উপদেশের প্রধান ভাগ অল্প হউক, অর্থাৎ কেবল দুই কিম্বা তিনটা প্রধান ভাগ হউক ; কখনো ং চারিট। হইতে পারে । অধিক হইলে তাহ স্মরণে রাখা দুষ্কর হইৰে । এব^ যদি কোন ক্রমে অধিক হয়, তবে মূলবচনানুক্রমিক নিয়মানুসারে বিভাগ কর ভাল। ইহার উদাহরণ ২ পিতর ১ , ৫, ৬, ৭ । এই পদ ধরিলে প্রত্যয় ও সাহস ও জ্ঞান ও পরিমিত ভোগ ও ধৈর্য্য ও ঈশ্বরসেবা ও ড্রাতৃস্নেহ ও প্রেম, এই আট ভাগ করিতে হক্টৰে । ৰ্ম্মে কএকটি কথাদ্বারা প্রচারক উপদেশের নানা ভাগ শ্ৰোভাদিগকে জানায়, সেই কথা অতি অল্প এব^ অতি ল্পষ্ট হউক। যদি সেই কথা মূলৰচনহইতে উদ্ধৃত হয়, তবে তাহ শ্রোতাদের পক্ষে অতি উত্তম হইবে । চতুর্থ খণ্ড । উপদেশের উপভাগ বিষয়ক পরামর্শ। • ( ১ ) আভাষেতে শ্রোতাদের মনোযোগ ও অনুগ্রহ জন্মাইবার চেষ্টা করা প্রচারকের কৰ্ত্তব্য । তাহাদের অনুগ্রহ পাইবার নিমিত্তে সে আপনার প্রশ৭সা করিবে ন, এব৯ আপনার দুৰ্ব্বলতার কথাও কহিবে না, কিন্তু