পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QX হষে প্রফুল্ল হইৰ, ইত্যাদি বিবেচনা করিতে ২ বিশ্বাসি লোকের মন সুস্থির হয় এব^ শান্তিতে ও আনন্দেতে ಜಸ್ಟ್ರಕ ಗ ಗ ! তদ্ভিন্ন পবিত্র আত্মার নিকটে শিক্ষা পাইয়। সে ধৰ্ম্মপুস্তুকে যত প্রতিজ্ঞার কথা লিখিত আছে, সেই সকল বুঝিতে পায়, এবণ নিত্য নিকটবত্তি পিতার কাছে আপন মনের কথা সকল ভাঙ্গিয় বলিতে শিখে, এব^ যীশু যেমন প্রথমাবধি আমার প্রতি দয়া করিয়া আসিতেছেন, তেমনি সদাকাল পয্যন্ত দয়; করিবেন, ইহার ও দৃঢ় প্রমাণ পায়। उाशय्ठ' प्रम প্রফুল্ল হইলে ঈশ্বর ও মনুষ্য উভয়ের প্রতি প্রেম প্রকাশ করা এবণ মৃদুশীল ও শান্ত হওয়া আরও সহজ হয়। (৪) পরের পরমহতের চেষ্টা করণ কৰ্ম্মে পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন । মনুষ্য স্বয়৯ পরের পরিত্রাণার্থে কিছু চেষ্টা করে না, কিন্তু প্রভূ যীশু খ্ৰীষ্ট যদি মনুষ্যজাতির পরিত্রাণাথে স্বৰ্গকে ত্যাগ করিয়া পাপে" পরিপূন এই পৃথিবীতে বাস করিতে এবs আপন প্রাণ পৰ্য্যস্থ সকলই দিতে স্বীকার করিয়াছেন, তবে পরের পরিত্রাণার্থে চেষ্টা.ও শ্রম ও অর্থব্যয় করা অবশ্য আমারও কত্তব্য, এমন বিবেচনা পবিত্র আত্ম। বিশ্বালি লোকের মনেতে জন্মান। আর তিনি ঐ প্রকার কৰ্ম্মেত্ত্বে তাহাকে যত্নবান করিয়া উপযুক্ত জ্ঞান ও শক্তি প্রদান করেন। তাহাতে সকলে উপদেশক হইয়। উঠে এমন নহে, কিন্তু কেহ কথোপকথনদ্বারা, কেহ বা রোগি লোকের তত্ত্বাবধারণদ্বারা, কেল্ল বা সম্বন করণদ্বার), কেহ বা অন্যের সহিত প্রার্থনা করণদ্বার, কেহ