পাতা:সুসমাচারপ্রচারকের সহচর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@文 বা সুপরামর্শাদিদ্বারা, এই ২ প্রকার কোন উপায়দ্বারা সকলে পরের পরমহিত করণে নিপুণ হয়। আর এই ৰূপ কোন ২ মতে তাৰ ও বিশ্বাসি লোক ঈশ্বরের সহকারী হইতে পারে, এমন কথা ধৰ্ম্মপুস্তকে লিখিত আছে। তাহাতে যাহার যে প্রকার নিপুণতা হউক, তাহাঁর সেই নিপুণতাকে পবিত্র আত্মার দত্ত বলিতে হয়। এব^ ঐ নানা প্রকারে পরের হিতার্থে চেষ্টা করিলে যে ফল উৎপন্ন হয়, তাহা ও পবিত্র আত্মাহইতে জন্মে, যেহেতুক বৃষ্টি ন হইলে যেমন কৃষাণের শুম নিস্কল হয়, তদ্রুপ পবিত্র আত্মার সাহায্য বিনা ঐ সকল চেষ্ট। নিয়ুল হইবে, কিন্তু তিনি সাহায্য করিলে অতি ক্ষুদ্র বীজহক্টতে অতি উত্তম ফল উৎপন্ন হয় । উক্ত চারি সমু বিনা অন্য ২ নানা বিসয়ে পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন। বিশেষতঃ ধৰ্ম্ম প্রযুক্ত তাড়ন। উপস্থিত হইলে তিনি শত্রুদিগকে উত্তর দেওনার্থে আমাদিগকে জ্ঞান প্রদান করেন, এব^ मू%धङ्ग ७ শোকের সময়ে আমাদিগকে সান্থন দেন, এব^ প্রার্থনা করণ কৰ্ম্মেতে আমাদের সাহায্য করেন, যেমন লিথিত আছে, যথা, “ আত্মাও আমাদের দুৰ্ব্বলতার “ প্রতিকার করেন, ফলতঃ কিসের জন্যে প্রার্থনা করিতে “ হয়, তাহ আমরা উপযুক্ত রূপে জানি না, কিন্তু আত্মা “ আপনি অল্পষ্ট আত্তস্বরদ্বারা আমাদের নিমিত্তে সা“ধন করেন ।” তৃতীয ভাগ । - ৩। এই ক্ষণে আমরা তৃতীয় ভাগেতে, প্রভূ যীশু খ্ৰী