পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوانح S অক্ষরে ধ’রে রেখে নিজেদের ভীরুতfর প্রচারে প্রশংসা আদায় ক’রে গৰ্ব্ব অনুভব করছি। উঃ, আমার সমস্ত রক্ত আগুন হয়ে ওঠে ! অtছ৷— গণেশদেব, প্রতাপাদিত্য, সীতারাম পহুতি বাবগণের চিত্র অামাদের চিত্রশালায় নেই কেন ? চিত্রকরের কল্পনা-তুলিতে কেবল পলাতক পৃষ্ণণসেনষ্ট চিত্রিত হ’লেন ?” শরৎকুমার লজ্জিন্তভাপে মুগ নত করিলেন। বালিক কহিল, "আসবেন ডাক্‌ দা একবার ঘরের ভিতর” -বালিকার অনুবন্তী হষ্টয়া শরৎ গৃহমধ্যে প্রবেশ করিলে, f1ft> ° দেবীর চিত্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া রাজকুমারী কহিলেন,- “ষ্টনি বাবার প্রমাতামঙ্গা ; সর্গির উপদ্রবের সময় ইনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন। দেখুন, কেবল রাজপুতানায় নয় বাংলাদেশেও বীরাঙ্গনা আছে। আর আমি বেশ বলতে পারি, দরকার হ’লে এখনও অনেক মেয়ে দেশের জন্তে প্রাণ দেবে । আমাকে গৰ্ব্বিত ব'লে মনে করছেন—বোধ হয় ?” “মোটেই না । আপনি যথার্থই বীরাঙ্গনী ।” এই প্রশংসালাভে একটা নূতন রকম আনন্দে জ্যোতিৰ্ম্মন্ধীর হৃদর প্রাণ যেন ভরিয়া উঠিল। একটা বিদ্যুৎপ্রবাহের চমক তাহার সর্বাঙ্গে প্রবাচিত হষ্টয়া গেল। পণ্ডিত মহাশঙ্গ তাঙ্গাকে ত কত প্রশংসা করেন ম্যাজিষ্ট্রেট-দম্পতি ত আদর করিয়া কত কথা বলেন,--পিতার চক্ষেও ত জ্যোতিৰ্ম্ময়ী সৰ্ব্বদ; মুখ্যাতির আবেগ দেখিতে পায়, কিন্তু কাহারও প্রশংসায় তাহার হৃদয় ত ইতিপূৰ্ব্বে কোনদিন এমনতর একটা আত্মপ্রসাদে ভরিয়া উঠে নাই । মনের অজ্ঞাতসারে তাছার মন ঘেম একটু লজ্জিত হইল । কথাটা চাপা দিবীর অভিপ্রায়ে সে সলজ্জভাবে কহিল - "আচ্ছা- ৬াক্তার-দা - আপRTR S qșBi anı bition NȚIĘ ?” শরৎ কোন উত্তর না দিয়া হাসিলেন, বালিকা বলিল--

  • আপনায় ambition যে কি, তা কিন্তু আমি বলতে পারি ; ভাল ডাক্তার হওয়া না ।”

“নিশ্চয়ই ।” "আমায় কি ambition শুনবেন ? আমাদের জগতকে সৈনিকপদে প্রতিষ্ঠিত দেখা । আচ্ছ, আমাদের দেশের মুখপাত্র ধারা—তার কেন এজন্তে চেষ্টা করেন না ?” “করেন বই কি ? কত লেখালেখি করেন ।” "কাগজে ওরকম ক'রে এক কলম মাঝে মাঝে স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী লিথলে কি কাজ হয় । দেশের সর্বসাধারণের মনে এ ভাব জাগিয়ে তোলা চাই ; সে রকম চেষ্টা কি করছেন ষ্টার ?” "তা ঠিক জানি না । এইটুকু জানি, যে কিছুদিন থেকে দেশের মুরুবিবর বঙ্গবিভাগ আইন নিয়েই ব্যস্ত আছেন ।” “হ'লেই বা বঙ্গবিভাগ,—তা নিয়ে এত গোলেযোগ কেন ? ক্ষতি কি তাতে r .

  • একেষ্ট আমাদের মধ্যে একতা নেই ; তাতে আমরা আরও তফাৎ হ’য়ে পড়ব,—সকলে এই আশঙ্কা করেন ।” -

“বৃথা আশঙ্কা। ভিতরে একতা থাকলে বাইরের লোকে কি তা ভাঙ্গতে পারে ?- যদি দেশের লোকে বঙ্গবিভাগ না চায়, তা হ'লে গভর্ণমেণ্টের এ কাজে একতা বাড়বে তবু কমবে না।” ”আপনার বাণীই সফল হোক ?” ইহারা ঘর হইতে পুনরায় বারীন্দায় আসিয়া দাড়াইয়াছিলেন। সহসা হারমোনিয়মের সঙ্গে ধ্বনিত গান বন্দেমাতরম্ শব্দে ডুবিয়া গেল। জ্যোতিন্ময়ী হাসিয়া বলিলেন “পণ্ডিত মহাশয় দেখছি ছেলের দলে ঢুকলেন।” “উনি ত আপনার জ্যেষ্ঠ পুত্র .* “উনি আমার গুকদেব । ওঁর মধ্যে যে খাটি জিনিষ আছে, তা সংসারে বড় দুল্লভ। কুন্দ যখন ওঁকে নিয়ে হাসি-বিদ্রুপ করে, আমার এমন রাগ ধরে ।” শরং হাসিলেন— হাসিয়া বলিলেন—-"জানেন ত খাটি জিনিষ মাত্রেরই ভার বেশী ; হালকা জিনিষের পক্ষে সেটা স'য়ে নেওয়া ত সব সময় সহজ নয় । বিশেষ যখন আধার বস্তু balast হারিয়ে নিজেই টলমল করতে করতে চারিদিকে একটা laughing গ্যাসের স্থষ্টি করেন—তখন দর্শক বেচারাদের অবস্থা কি দাড়ায়, একবার ভেবে দেখুন দেখি আমাকেও এইরূপ অবস্থায় কোন কোন সময় পড়তে হয়েছে । জানেন ত মানুষ স্বভাবতঃই পাপী ; আমাদের পাপ বংশানুক্রমে আমাদের মধ্যে সংক্রামিত ’য়ে আসছে, আমার এই অজ্ঞানকৃত পাপের জন্তে আশা করি মার্জনা পাব ।” বলিতে বলিতে শরতের মনে পড়িল, হাসিকে । পণ্ডিত মহাশয়ের ধরণ-ধারণ কথাবাৰ্ত্তায় হাসি যে কিরূপ হাসিত— তাহা তিনি কল্পনার চক্ষে প্রত্যক্ষ করিলেন,আর জ্যোতিৰ্ম্ময়ীর মনের সর্বাপেক্ষা নিকট স্তরে যে কথা জাগিতেছিল—তাছার মনে পড়িল