পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩8 র্তাহীকে ধন্যবাদ দিলাম। তিনি অtহলাদিত হইয়। বলিলেন, —“স্কুলে ভৰ্ত্তি হবে—স্তামি আজই তোমার নামে টাকা জমা দিব ।” “বেশ ।” “বল, ও দলে আর মিশবে না ? কথা দাও নবকুমার ; প্রতিজ্ঞা কর ?” আমি নীরব হইয়। রঙিলাম । মন বলিল,— তা-ও কি কখনো হয় ?” কিন্তু মনের মত পরিবৰ্ত্তনশীল পদার্থ এ দুনিয়ায় বোধ হয় আর দুটি নাই—অস্তুতঃ আমার পক্ষে । সাহেবের জুতার দিকে চাহিয়া মন যে কথা ভাবিল, তাহার মুখের দিকে চাঙ্গিয়া ভাগ ভুলিয়া গেল-ৰ্তাহার অম্বনয়পূর্ণ কাতর-দৃষ্টিতে দৃষ্টি রাখিয়া আমি বলিতে যাইতেছিলাম --**fচ্ছ1. বেশ, তাই হবে ।” কিন্তু মনের কথা মুগে ফুটবfর পূৰ্ব্বেষ্ট গাড়ীটা সশব্দে গামিল—আব ধীরেন গুরুগম্ভীব মূৰ্ত্তিতে আমাদের কাছে আসিয়া দাড়াইবামাত্র আমাদের বাকুরোধ হইয়া গেল ! এতক্ষণ গাভীর এ অংশে আমরা দুষ্ট জন মাত্র ছিলাম । তৃ ষ্টীয় ব্যক্তিকে আসিতে দেথিয়৷ কেমিক্যfল সাহেবও নীরব হইয়া গেলেন ; ট্রামও চৌরঙ্গীব পথে আসিয়া পড়িল,— তিনি নামিবার সময় এইটুক শুধু বলিয়া গেলেন - সন্ধ্যাব সময় আমি যেন তাহাব কাছে যাই— তিনি আমার প্রতীক্ষায় থাকিবেন ।

  • 擴 擴 擴 তিনি চলিয়৷ গেলে ধীরেন জিজ্ঞাস কবিল, “কি কথা গুচ্ছিল শুনি ?”

আমি একটু বাদসাদ দিয়া মোটামুটি সবই তাহাকে বলিলাম । সে শুনিয়া ক্র কুঞ্চিত করিয়া কহিল, “হ্যা, সাহেবের তোমার ইচ্ছ। চিরদিনই আমরা ওদের পদানত হয়ে থাকি । দেখিস, ওসব মিষ্ট কথায় ভুলিসনে ?”

  • श्रttब्र cभt*tछ ? cकांथांब्र गांधझ शौ८ब्रन-म ?" -ঘাচ্ছি- কামাখ্যtধামে একটা কাষের চেষ্টায়, বুঝলে ত ”

-কামাখ্যাধামে ! নিতে হবে ,* “পারুবি তুই ?” “নিশ্চয় ?” “বিশ্বাস হয় না। তুই যে রকম দুৰ্ব্বল । श्रांभां८क किस्छु ७वांत मtझ স্বর্ণকুমারী দেবীর গ্রন্থাবলী রাস্তার কুকুর একটা এক ঘা লাঠী থেয়ে কুঁই কুঁই কবুলে তোর চোখে জল আসে, কালীঘাটে পাঠ বলি দেখলে মূৰ্ছা যাস ।” “অীরে সে অtলাদা কথা । নিরপরাধ বেচার জীবগুলির প্রতি নিষ্ঠুরতা বা স্বার্থের জন্ত তাদের বলি দেওয়া - “ “তা বল্পে চলবে না । রক্তপাতে অভ্যস্ত হ’তে হবে । পরীক্ষা দিতে পারবি ?” “নিশ্চয় । কি কবৃন্তে হবে বল ?” “শাস্তার পাঠাকে নিয়ে এসে, স্বহস্তে তার মুগুপাত ক’রে --কাল আমাদের বোন ভোজন করা দিকি ?” 暈 擴 要 魯 শান্ত। অামার পিসীমার মেয়ে, আমার চেয়ে বছর চারেকের ছোট পিসীমা বিধলা, মেয়েটিকে লইয়। আমাদের বাড়ীতেই থাকেন । পিসীমার যত্ন-অাদরে মাতৃহারা শিশু আমি কোনদিনই মাতার স্নেহের অভাব বুঝি নাই, বরঞ্চ অতিরিক্ত স্নেহ পাইয়া স্নেহের অনাদর করিতেই শিথিয়াছি। শাস্তা একটি কুকুর ৪ একটি ছাগশিশু পালন করিয়াছিল, এই দুই জীবের আশ্চর্য্য রকম ভাব -- তাহার। জুটিতে জড়াজন্ডি কবিয়া খেলা করিত, যেন দুটি লিডাল নি । শাস্ত দুপুরবেল মেঝের উপর মাছ্‌ল বিছাইয়া, গুইয়। থাকিত – তাহার এই বন্ধু বাচ্ছ দুইটি তাঙ্গর গায়ের উপর ডিগবাজি থেলিয়া বেড়াইত । ছাগশিশুটিকে লইয়। গেলে, বাড়ীট যে কি রকম বিষাদপূর্ণ হইবে, মনে করিতেও মনটা বিযদিfচ্ছন্ন হইয়। পড়িল । কিন্তু দেশমাতৃকার চরণে সৰ্ব্বস্ব বলি দিবার জন্য প্রস্তুত হইয়া আছি, এ রকম কষ্ট দুঃখ ত তাহীর তুলনায় সীমান্ত । ভোরবেল বাড়ীর কেহ উঠিবার পূৰ্ব্বেই ছাগশিশুটাকে গোয়ালঘর হইতে ব্যক্তির করিয়া লইয়। চম্পট দিলাম। আশ্চৰ্য্য ! বাচ্ছাট একবার ডাকিল না ! সে ভাবিল, আমি তাছাকে স্নেহের আশ্রয়ে উঠাইয়া লইলাম । তখনও শাস্ত শয়নকক্ষে, তার কুকুরটা সে সময় তাহার ঘরে ঘুমাইতেছিল । অতএয আমার কাৰ্য্যে কোনই বাধা পড়িল না । আমি তাহাকে লইয়া বালিগঞ্জ ষ্টেশনে নামিয়া অনতিদূরে একটি নিভৃত জঙ্গলে