পাতা:স্বর্ণকুমারী দেবীর নূতন গ্রন্থাবলী.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্প-প্রবন্ধমঞ্জুষা ওই তব প্রদীপের আলো-অন্ধকারে কোথা তুমি লুকাইয়া, তাই খুজিবারে । হে মোর লুকান ধন | হে রহস্তময়ি! আজি জীবনের শেষ আজো তুমি জয়ী ! তোমারে খুজেছি আমি আলোকে আঁধারে সারাটি জীবন ধরি ; মরণ-মাবারে— সকল স্বশ্বের মাঝে সৰ্ব্ব-সাধনায় ! আজি শ্রান্ত জীবনের ধূসর-সন্ধ্যায় হে মোর লুকান ধন! আজো তুমি জয়ী ! আজো খুজিতেছি তোরে হে রহস্তময়ি! একই সন্ধ্যা অামাদের পরে ঢালিয়াছে ঘন ছায়া তার ! আমাদের দু’জনের তরে পাতিয়াছে মহা অন্ধকার ! अम्लि किडू नाश्-८कश् नाझे আছি আমি - অাছে অন্ধকার, আছে তুমি, আর কেহ নাই আছে শুধু সাজের আঁধার । হাসি কহে প্রদীপ তোমার আমি আছি—কোথা অন্ধকার ? --প্রেম ও প্রদীপ । ইচ্ছা করিতেছে তাহার সব করখানি গ্রন্থ হইতেই দুই চারিটি করিয়া কবিতা এখানে তুলিয় দিই। কিন্তু স্থানের স্বল্পত বশতঃ তাহ। Հ6:Տ পারিলাম না । যদি সুবিধা ও মুযোগ হয়, তবে ভবিষ্ণুতে বিশদ ভাবে তাহার গ্রন্থ-সমালোচনা করিবার অভিপ্রায় রহিল। এই স্থানে আর একটিমাত্র কবিতা উদ্ধত করিয়৷ প্ৰবন্ধ শেষ করিব। এই কবিতার মধ্যে দেখিতে পাই, এতদিন তিনি কৰ্ম্মের গোলক-ধাঁধার মধ্যে ঘূরিয়া যে পথটি সন্ধান করিয়া বেড়াইতে ছিলেন, হঠাৎ যেন তাহ আবিষ্কার করিয়া ফেলিয়াছেন – সব তার ছিড়ে গেছে ! একখানি তার প্রাণমাঝে দিবানিশি দিতেছে ঝঙ্কার ! সব আশা ঘুচে গেছে ! একটি আশায় ভূলুষ্ঠিত প্রাণলতা আকাশে দোলায় ! সব শক্তি সব ভক্তি যা কিছু অামার এক স্বরে প্রাণ-মাঝে কাদে বার বর! সব কৰ্ম্ম-শেষে আজ, মন একতার বাজিতেছে সেই সুরে অন্ধ দিশাহর । সেই পথ লাগি আজি মন পথ-বাণী সেই পথখানি মোর গয়া গঙ্গা কাশী । ইহাই কি স্বরাজের পথ ? ধন্ত তুমি দেশবন্ধু ! তোমার আত্মীয় স্বজন তোমাতে ধন্ত । আর তোমার দেশবাণী আমরাও-তোমাকে বন্ধুরূপে পাইয়। ধষ্ঠ !