পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকৃষ্ণমিশন প্রতিষ্ঠা । গাছতলায় পড়ে থাকৃতুম, যখন কৌপীন বঁাধবার কাপড় পৰ্য্যন্ত ছিল না, যখন এক পয়সা সম্বল নেই। অথচ পৃথিবীটা ঘুবৰো মনে করেছি তখন দেখেছি তার দয়ােষ যেখানে গিয়েছি সেইখনেই সাহায্য পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দেখবার জন্য চিকাগোর রাস্তায় মেয়ে-মন্দর গ্ৰাদি লেগে যেত তখনও তারই দয়াতে তত মানসন্ত্ৰম-যার শতাংশের একাংশ পেলেও সাধারণ লোক ক্ষেপে যায়-অনায়াসে হজম করেছি। প্রভুর ইচ্ছায় যেখানে গিছি। বিজয়লাভ করেছি। এখন চাই-এই দেশের জন্য কিছু কর্তে। তোরা সন্দেহ ছেড়ে আমার কাৰ্য্যে সাহায্য কবু দেখবি তঁর ইচ্ছায় সকলের কল্যাণ হবে। যোগানন্দ। তুমি যা ইচ্ছে করবে। তাই হবে। আমরা তি চিরদিনই তোমার আজ্ঞানুবৰ্ত্তী। ঠাকুর যে তোমার ভিতঙ্গ দিয়ে এ সকল কচ্ছেন, মাঝে মাঝে তা স্পষ্ট দেখতে পাই। তবু কি জান, মাঝে মাঝে কেমন খটকা আসে-ঠাকুরের *" কাৰ্য্যপ্ৰণালী অন্যরূপ দেখেছি কি না। মনে হয় বুঝিবা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি। তাই তোমায সাবধান করে দিই । স্বামিজী। কথাটা কি, জুনিলা? সাধারণ ভক্তেরা তাকে যতটুকু বুঝেছে তিনি বাস্তবিক, ততটুকু নন। তাঁর দীর্ল আঁস্কৃত-ভােব অসংখ্য! তাকে বােঝবার যে নেই। তার উপমা তিনিই। নিগুৰ্ণ ব্ৰহ্ম বস্তুরও ধারণা হয়। কিন্তু তার অনন্ত অসীম ভাবের ইয়ত্ত হয় না। তিনি মনে কম্বুলে কটাক্ষে লক্ষ বিবুেকানুন্য সৃষ্টি করতে পারেন। কিন্তু তুবুণ্ড । .(' *:\്, കം, 8, ' ' (