পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায় । কাটিয়া রাশি রাশি তাহার নিকট প্রেরণ করিতেছিলেন, স্বামিজী। কিন্তু উহাতে বিন্দুমাত্ৰ বিচলিত না হইয়া নীরব অবজ্ঞার সহিত ঐ গুলিকে উপেক্ষা করিতে লাগিলেন । তবে দুঃখের বিষয় এই যে চিকাগো ধৰ্ম্ম মহাসভার সভাপতি ডাঃ ব্যারোজ্যের মত একজন বড়দরের সাহেবও এই সকল ক্ষুদ্রলোকের দলে যোগ দিয়া আপনার ক্ষুদ্রত্বের পরিচয় দিতেছিলেন। কিছুদিন পূর্বে তিনি ভারত ভ্ৰমণে আসিয়াছিলেন। এ দেশের লোকে যাহাতে তাহার যথোপযুক্ত সমােদর করে তজ্জন্য স্বামিজী ১৮৯৬ সালের শেষভাগে লণ্ডন হইতে কলিকাতায্য ইণ্ডিয়ান মিরর ও অন্যান্য পত্রে একখানি লিপি প্রেরণ করেন । * ফলে ব্যারোজ লিপিটি এই :-

  • Dr. Barrows was the abies heutenant Mr. C. Boney could have selected to carry out successfully his great plan of the Congresses at the World's fair, and it is now a matter of history how one of those Congresses scored a unique distinction, under the leadership of Dr. Barrows. R it was the great courage, untiring industry, unruffled patience and never failing courtesy of Dr. Barrows that made the Parliament a grand success.

India, its people and their thoughts, have been brought more prominently before the world than ever before, by that wonderful gathering at Chicago, and that national benefit we certainly owe to Dr. Barrows more than to any other man at that meeting. Moreover he comes to as in the sacred name of religion, in the name of one of the great teachers of mankind, and I am sure, his exposition of the system of the Prophet of Nazareth Kos