পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলমোড়ায় । শিক্ষিতা এবং সৰ্ব্ববিধ মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সম্পন্ন । তবে কি আমেরিকার নারীগণ সকলেই দেবীস্বরূপা ? তাহা নহে ; ভালমন্দ সকল স্থানেই আছে। কিন্তু যাহাদিগকে আমরা অসৎ নামে অভিহিত করি, জাতির সেই অপদার্থ অসার অংশ দর্শনে সমগ্ৰ জাতির ধারণা করিলে চলিবে না । কারণ উহারা ত আগাছার মত পশ্চাতে পড়িয়াই থাকে ; যাহা সৎ, উদার ও পবিত্র তাহা দ্বারাই জাতীয় জীবনের নিৰ্ম্মিল ও সতেজ প্ৰবাহ নির্বাপিত হইয়া থাকে৷ ” এ সম্বন্ধে আর অধিক প্ৰমাণ প্রযোগ অনাবশ্যক । যাহারা স্বামিজীর চরিত্ৰ পূৰ্ব্বাপর অবগত আছেন তাহারা বেশ বুঝিতে পাব্লিবেন সে চরিত্রে অরুতজ্ঞতার কলঙ্কস্পর্শ কোন মতেই সম্ভব নহে। এই সকল অপ্রীতিকর ঘটনা পরিত্যাগ করিয়া যখন আমরা এই সময়কার অন্যান্য ঘটনার প্রতি নেত্রপাত করি, তখন আমাদের হৃদয আনন্দে উৎফুল্ল হয। কারণ এই সময়ে স্বামী অখণ্ডানন্দ দুর্ভিক্ষ পীড়িত মুর্শিদাবাদের গ্রামে গ্রামে গমন করিয়া নিজে কপৰ্দকশূন্য হইয়াও প্রত্যক চারি পাঁচশত ব্যক্তিকে অন্নদান করিয়া তাহদের প্রাণরক্ষা করিতেছিলেন এবং স্বীয় মৃত্যুভয় বা স্বাস্থ্যভঙ্গ তুচ্চজ্ঞান করিয়া অক্লাস্তু পরিশ্রমে শত শত ম্যালেরিয়া ও কলেরাগ্ৰস্ত নরনারী ও বালকবালিকার সেবা শুশ্ৰষা করিতেছিলেন। স্বামিজী তাহার সাহায্যাৰ্থ স্বামী নিত্যানন্দ ও ব্ৰহ্মচারী সুরেশ্বরানন্দকে প্রেরণ করিয়াছিলেন এবং অর্থসংগ্রহের জন্য একটি ধনভাণ্ডার স্থাপন ዓ ð(e)