পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর ভারতে প্রচার। পৰ্ব্বতচূড়ায় অবস্থিত মনোহর বাঙ্গালায় স্বামিজী ও তাহার সঙ্গিগণের বাসস্থান নির্দিষ্ট হইল । ১১ই ডিসেম্বর স্থানীয় স্কুলে স্বামিজী মহারাজের সহিত পারিতোষিক বিতরণার্থ আঞ্ছত হইলেন এবং মহারাজের অনুরোধে স্বহস্তে ছাত্ৰাদিগকে পারিতোষিক প্ৰদান করিলেন । এখানে বিভিন্ন সমিতি হইতে রাজাজি ও স্বামিজীকে অভিনন্দন দেওয়া হইল। তদুত্তরে রাজাজি। তাহদের সকলকে বিশেষতঃ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামিজীকে ধন্যবাদ দিয়া বলিলেন, র্তাহার পিতা তঁহার পূর্বে যে সকল ভাব লইয়া কাৰ্য্য করিবার চেষ্টা করিয়াছিলেন, তিনি সেই সকল ভাবেরই অধিকতর বিস্তৃতি সাধনের চেষ্টা করিতেছেন। আরও বলিলেন, তঁহার রাজত্বকালে শিক্ষাবিভাগের যথাসাধ্য উন্নতির চেষ্টা হইতেছে ; এই বৎসরেই তিনটি নূতন স্কুল প্রতিষ্ঠিত হইয়াছে আর পুরাতন স্কুলটিরও বেশ উন্নতি হইতেছে--তিনি অঙ্গীকার করিলেন চিকিৎসা-বিদ্যালয়ের উন্নতিসাধনের জন্য শীঘ্রই চেষ্টা করিবেন। র্তাহার বক্তৃতার পর স্বামিজী সংক্ষেপে একটি বক্তৃতা করিলেন। রাজাজিকে ধন্যবাদ দিয়া বলিলেন যে তঁহার সহায়তা না পাইলে তিনি যৎকিঞ্চিৎ যাহা করিয়াছেন তাহাও করিতে পারিতেন কি না সন্দেহ । তৎপরে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষাপ্রণালীর তুলনা করিয়া বলিলেন, // গ্রাচ্যের শিক্ষা—ত্যাগ, প্রতীচাের শিক্ষা-ভোগঃ)এবং ছাত্রদিগকে প্রতীচ্যের চাক্‌চিক্যে বিহ্বল ন হইয়া দৃঢ়ভাবে প্রাচ্য ዓ፭SS