পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীলাম্বর বাবুর বাগানে। সেদিন বলিতে পারিলেন না। অনন্তর স্বামিজী কয়েকটি হিন্দী গান গাহিলেন- 'চেইয়া না পাকাড়ো মেরা নরম কহলাইয়া” के ऊTलि । ইহার কয়েকদিন পরে বৌদ্ধধৰ্ম্ম-প্রচারক আঙ্গরীক ধৰ্ম্মপাল মিসেস্ ওলিবুলকে দেখিতে মঠে আগমন করিলেন। মিসেস বুলি তখন সদ্যঃক্ৰীত মঠভূমির একটি জীর্ণ কুটীরে বাস করিতেছিলেন । কয়দিন ধরিয়া অবিশ্বাস্ত মুষলধারে বৃষ্টি হইয়াছিল। সেদিনও ভয়ানক দুৰ্য্যোগ । অনেকক্ষণ অপেক্ষা করিয়া অবশেষে যাত্রা করাই স্থির হইল। পথ অতি বন্ধুর ও কর্দমাক্ত । তাহার উপর আবার মাঝে মাঝে শীতল বায়ু বহিয়া অস্থিপঞ্জর কঁপাইয়া দিতেছিল। স্বামিজীর কিন্তু মহা উল্লাস । তিনি হাস্য কোলাহল ও ঠাট্ট তামাসা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। র্তাহার ও তাহার শিষ্যদের কাহারও পায়ে জুতা ছিল না। ধৰ্ম্মপাল মহাশয়কেও তিনি জুতা ত্যাগ করিতে পরামর্শ দিয়াছিলেন । কিন্তু তিনি সে কথায় তত কৰ্ণপাত করেন নাই, তাহার উপর তাহার একটি পদ কিঞ্চিৎ খঞ্জ ছিল। হঠাৎ এক স্থানে পা বসিয়া গেল, আর তুলিতে পারেন না। স্বামিজী দৌড়াইয়া গিয়া তাহাকে টানিয়া তুলিলেন এবং নিজ স্কন্ধে তাঙ্গার হস্ত রক্ষা করিয়া এবং দৃঢ়ভাবে তাহাকে ধরিয়া হাসিতে হাসিতে অবশিষ্ট পথ গমন ঘকরিলেন । গন্তব্যস্থানে পৌছিয়া সকলেই পদপ্ৰক্ষালন করিতে গেলেন। স্বামিজী ধৰ্ম্মপালকে কলসী লইতে দেখিয়া তাহার হাত হইতে কলসী কাড়িয়া লইয়া বলিলেন ‘আপনি আমার অতিথি। bro