পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नांदॆनिऊांगाव् । উহার প্রশংসা করিতে লাগিলেন এবং সঙ্গে সঙ্গে পাটলীপুত্র ও বারাণসীর অতীত সমৃদ্ধি ও গৌরবের বিষয় স্মরণ করাইয়া দিতে দুলিলেন না। তার পর যখন আমরা লক্ষ্মেী এ পৌছিলাম তখন এখানে যে সকল শিল্পদ্রব্য ও বিলাসোপকরণ প্ৰস্তুত হয়। তিনি তাহাগিগের নাম ও গুণ ঘর্ণনা করিয়া লক্ষ্মৌ এর নবাবদিগেদ অধুনাবিলুপ্ত কীৰ্ত্তিকথা অনেকক্ষণ ধরিয়া আলোচনা করিলেন। কিন্তু যে সকল মহানগরীর সৌন্দৰ্য সর্ববাদিসম্মত ও যাহারা ইতিহাসে প্ৰসিদ্ধিলাভ করিষাছে, শুধু যে সেইগুলিকেই তিনি আগ্রহেব সহিত আমাদের মনে দৃঢ় রূপে অঙ্কিত করিতে প্ৰয়াস পাইতেন তাহা নহে। আৰ্য্যাবৰ্ত্তেয় সুবিস্তৃত ক্ষেত্র, খামার ও গ্রামবহুল সমতল প্রদেশ অতিক্রম করিবার সমঘ তাতার প্ৰেম যেৰূপ উথলিযা উঠিত, অথবা তন্ময়ত যেরূপ প্ৰগাঢ় হইম, উঠিত, এমন আর বোধ হয কোথাও হয় নাই । এইখানে তিনি অবাধে সমগ্ৰ দেশকে এক অখণ্ডভাবে চিস্তা করিতে পারিতেন এবং ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ভাগে জমী চাষের প্ৰণালী অথবা কৃষক গৃহিণীর দৈনন্দিন জীবনের বর্ণনা করিতেন --তাহার আবার কোন খুঁটিনাটিটী বাদ যাইত না।--যেমন সকালের জলখাবারের জন্য রাত্ৰি হইতে যে খিচুড়ী উনানে চড়াঈযা রাখা হয় তাহাও উল্লেখ করিতেন। এই সকল কথা ঘলিতে বলিতে তাহান্ন নয়ন প্ৰান্তে যে আনন্দরেখা ফুটিয়া উঠিত, অথবা কণ্ঠ যে আবেগভরে কম্পিত হইত, তাহ নিশ্চয়ই তেঁাহার পূৰ্ব পরিব্রাজক জীবনের স্মৃতি বশতঃ । কারণ আমি সাধুদিগের মুখে শুনিযাছি যে, দরিদ্র কৃষকগৃঙ্গ যেরূপ অতিথি trG