পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । পৰ্ব্বতগাত্রে প্রতিহত হইয়া প্ৰণবিধ্বনিবি সৃষ্টি কবিতে লাগিল । তখন শুকদেব পুনবাষ দেহ পবিগ্ৰহ কবিলেন এবং পিতাব নিকঢ় আগমন কবিষ, ব্ৰহ্মজ্ঞান প্রার্থনা কবিলেন । পিতা দেখিলেন পুত্র পূর্ণজ্ঞানী, তাতাকে শিখাইবাল মত কিছুই আৰ তাহাব নিকট নাই । তখন তিনি তাহাকে মিথিলাবাজ জনকোব নিকট প্রেবণ কবিলেন। প্রাসাদেব বহিভাগে জনকবাজাব সিংহদ্বাবেব নিকট মহাত্মা শুকদেব তিন দিন একভাবে বসিয৷ বহিলেন, কিন্তু কেহ তঁহাকে কিছু জিজ্ঞাসাও কবিল না, বা তঁাহাব দিকে দৃকপাতও কবিল না। চতুর্থ দিবসে। তঁহাকে মহাসমাবোহে বাজসিকাশে লইষা যাওখা হইল। কিন্তু তখনও সেই একীভাব। কোনৰূপ বৈলক্ষণ্য নাই। তখন তঁাহাকে পাবীক্ষা কৰিবাব জন্য বাজাৰ প্ৰধান মন্ত্রী এক অপৰূপ দু্যতিসম্পন্ন মোহিনী স্ত্রী-মূৰ্ত্তি ধাবণ কবিয তঁাহাব সম্মুখে উপস্থিত হইলেন—সে ৰূপ দেখিযা সভাস্ক সকলোবই চিত্তবিকাব উপস্থিত হইল-কিন্তু মহাযোগী শুকদেব নিৰ্ব্বিকাব । তখন মন্ত্রীবাব বাজা জনককে সম্বোধন কবিষা বলিলেন ‘যাজন, যদি জগতেব মধ্যে সব্বাপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তি কেত থাকেন, তবে ইনিই সেই মহাত্মা ।” শুকদেবেব সম্বন্ধে অধিক কিছু জানিতে পাবা যায় না । তবে তিনি যে আদর্শ-পবমহংস তাহাঁতে আব্ব সন্দেহ নাতি । তিনিই সচ্চিদানন্দ সাগবেবী অমৃতবাবি এক অঞ্জলি পান কবিষা ছিলেন । পৰমহংসদেবেবী উক্তিব্য প্ৰতিধ্বনি কবিয স্বামিজী বলতেন (অধিকাংশ সাধু কী সাগবেৰ তটা ভিঘাতধ্বনি মাত্র tre