পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । সহিত আর এক মহাদাশয় ব্যক্তির নামোল্লেখ করিতেন। ইনি সেই নাস্তিক বৃদ্ধ স্কটল্যাণ্ডবাসী ডেভিড হেযার-কলিকাতায় পাদ্রীগণ র্যাহাকে গির্জাপ্রাঙ্গণে সমাহিত করিতে অস্বীকৃত হুইযাছিলেন। ইনি এক পুৰাতন ছাত্রের ওলাউঠ হইলে তাহাব শুশ্রুষা কবিতে গিয়া মালা সান । খ্ৰীষ্টান ধৰ্ম্মযাজকগণ { তাহাব অস্ত্যেষ্টি ক্রিষা সম্পাদনে বিমুখ হইলে তঁহারই আশ্ৰিত * ও পালিত শত শত ছাত্ৰ আসিযা তাহার মৃতদেহের সৎকাৰ * করে এবং তদবধি সেই স্থান এদেশের লোকের নিকট পবিত্ৰ তীর্থক্ষেত্ৰৰূপে গণ্য হইযা আসিতেছে। এখন সেট স্থান কলিকাতার শিক্ষাকেন্দ্র কলেজ স্কোযারে গাবিন্ণত হইযাছে এবং তাহার প্রতিষ্ঠিত স্কুল, বিশ্ববিদ্যালয্যের অনতিদূরে সগৌরবে বিবাজ করিতেছে। যে সমযের কথা হইতেছিল তখন এদেশে খৃষ্টান মিশনারীগণের খুব প্ৰাদুৰ্ভাব। সুতরাং আমবা এই প্রসঙ্গে স্বামিজীকে জিজ্ঞাসা করিলাম। তিনি খৃষ্টধৰ্ম্মের প্রভাবে কখনও প্রভাবিত হইয়াছিলেন। কিনা। আমরা যে সাহস করিষা ঐ প্রশ্ন করিয়াছিলাম তাঁহাতে স্বামিজী একটু আমোদ ৰোধ করিলেন, তারপর গৌরবোৰ সহিত বলিলেন “আমার খৃষ্টান পাদ্রীদিগের সংস্পর্শে আসা মানে শুধু একজনের সংস্পর্শে আসা। তিনি ছিলেন আমার পুরাতন শিক্ষক মিঃ হেক্ট।” এই কোপনস্বভাব বৃদ্ধের প্রয়োজন অতি সামান্য ছিল এবং তঁহার গৃহে ছাত্রদিগের অবাধে যাতায়াত চলিত। এ অধিকার তিনি নিজেই তাহাদিগকে প্ৰদান করিয়াছিলেন। তিনিই স্বামি

  • 8 დე,