পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশ্মীরে । শিশির-খচিত তারকা-প্রতিম মুকুটগুলি উদ্ধের্ব তুলিয়া তোমাকে সাদর সম্ভাষণ করিতেছে, বাপীসকল প্ৰেমভরে তাহদের শত সহস্ৰ কমলনয়ন বিস্ফারিত করিয়া তোমাকে হৃদয়ের অন্তস্তম তল হইতে অভিবাদন করিতেছে । হে ত্বিষাম্পাতে, স্বাগত ! আজি তোমাকে নূতন করিয়া সম্ভাষণ করিতেছি। হে তপন! আজ তুমি স্বাধীনতা বিকীরণ কবিতেছ। ভাব দেখি, জগৎ কিরূপে তোমার প্রতীক্ষায় বহিয়াছিল, কত দেশ দেশান্তর যুগ যুগান্তর ধরিয়া তোমার সন্ধান কবিয আসিয়াছে ?-কেঙ্গে কেহ বা গৃহ পরিাজন ছাড়িম ভীষণ জলধি ও গহন অরণ্য অতিক্ৰম করিয়া প্ৰতি পাদক্ষেপে জীবনমরণের সহিত সংগ্রাম করিয়া তোমার অন্বেষণে স্বেচ্ছাষ নিৰ্ব্বাসনদণ্ড গ্ৰহণ করিযাছে ! তারপব এক শুভদিনে সেই শুভকৰ্ম্মেৰ ফল ফলিল, এবং উপাসনা, প্রেম ও ত্যাগব্ৰত সব্বাঙ্গ হইয়া উদষাপিত এবং গৃহীত হইল। আর, তখন তুমি প্ৰসন্ন হইয়া মানবজাতীয় উপর স্বাধীনতালোক বিকীরণ করিবাব জন্য উদিত হইলে ! চল প্ৰভো, তোমার নির্দিষ্টপথে অমোঘ গতিতে চলিতে থােক, যত দিন না তোমার মধ্যায়, কিরণ সমগ্ৰ পৃথিবীকে ছাইয়া ফেলে, যতদিন না। নবনারী নিজ নিজ দাসত্বশৃঙ্খল উন্মোচিত দেখিতে পায়, এবং সগৰ্ব্বে মাথা তুলিয়া অনুভব করে যে, তাহদের মধ্যে যে নব আনন্দের সঞ্চার হইয়াছে, উহা নব জীবনেরই সঞ্চায় ?”

  • موان