পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । শ্ৰীনগর হইতে ডাল হ্রদের পথে এই উৎসব-অনুষ্ঠান সম্পন্ন छद्देशछिल । শ্ৰীনগরে ফিরিবার সময়ে স্বামিজীী বৈরাগ্যের ভাবে উদ্দীপ্ত হইয়া উঠিলেন। র্যাহারা সংসারকে সন্ন্যাস অপেক্ষা শ্রেষ্ঠ মনে করেন। তঁহাদের উদ্দেশে অবজ্ঞাভরে বলিলেন,-“জনক রাজার কথা সকলেই বলে । জনকরাজা হওয়া, অনাসক্ত হ’য়ে রাজত্ব করা কি মুখেৰ কথা ! ধন, যশ, স্ত্রী-পুত্র কিছুতেই আকাজক্ষা নেই এমন ভাবে সংসার করা বড় সহজ নয় । ওদেশে সকলেই বলতে যে তার জনক রাজার অবস্থা লাভ হয়েছে। আমি বলতুম 'এদেশের কথা কি ? ভারতবর্ষেই জনকের মত লোক জন্মায় না ।” অন্যদিকে ফিরিয়া আবার বলিলেন “মধ্যাকু সুৰ্য্যের সঙ্গে জোনাকির, অনন্ত সমুদ্রের কাছে গোস্পদের, মেরুপৰ্ব্বতের কাছে একটা সৰ্ব্বষে দানাব যে প্ৰভেদ, সন্ন্যাসী ও গৃহীর মধ্যেও সেই প্ৰভেদ।” গঙ্ক শেষে বলিলেন, যাহারা সাধুতার ভাণ করে তাহাদিগকেও তিনি আশীৰ্ব্বাদ করিয়া থাকেন, কারণ “তাহারাও আদর্শের শ্ৰেষ্ঠতা প্ৰমাণ কচ্ছে, এবং নিজেরা না পাল্লেও অন্যের কৃতকাৰ্য্যতার পথ পরিষ্কার কচ্ছে। যদি সন্ন্যাসের নিদর্শন ‘গেরুয়া” না থাকতো, তা’হলে বিলাসিত ও সাংসারিকতা মানুষকে একেবারে অপদার্থ বর্বর পশু ক’রে ফেলতো।”

  • মেরু সর্ষপযোৰ্যদষৎ সুৰ্য্যখদ্যোভয়োন্ধিব।

সরিৎসাগরযোৰ্যৎ তথা ভিক্ষু গৃহস্থয়ো | bታኁmmዕ