পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বারম্বার সনাতন ধৰ্ম্মের পবিত্র আধ্যাত্মিক বন্যান্য ভাসাইয়াছেন। এখান হইতেই উত্তর, দক্ষিণ, পূৰ্ব, পশ্চিম সৰ্ব্বত্র দার্শনিক জ্ঞানের প্ৰবল তরঙ্গ বিস্তুত হইয়াছে। আবার এখান হইতেই তরঙ্গ ছুটিয়া সমগ্র জগতের ইহলোক-সৰ্ব্বস্ব সভ্যতাকে আধ্যাত্মিক জীবন প্ৰদান করিবে। অপর দেশীয় লক্ষ লক্ষ নরনারীর হৃদয়- দগ্ধকারী জড়বাদরূপ অনলা নিৰ্ব্বাণ করিতে যে অমৃত-সলিলের প্রয়োজন তাহা এখানেই বর্তমান । বন্ধুগণ, বিশ্বাস করুন ভারতীষ্ট জগৎকে আধ্যাত্মিক তরঙ্গে ভাসাইবে।” পরদিনও বহুলোক স্বামিজীকে দর্শন করিতে আসিলেন । তিনিও সকলকে মধুর উপদেশ দানে তৃপ্ত করিলেন। সন্ধ্যার সময়ে স্বামিজী দেব-দর্শনার্থ এক স্থানীয় শিব-মন্দিরে গমন করিলেন । সেখানেও অসংখ্য লোক তঁহার অনুগমন করিল, আর ক্ৰমাগত পথের মধ্যে গাড়ী থামাইয় তাহাকে নানাবিধ ফল পুষ্পাদি উপহার এবং গলায় মালা ও অঙ্গে গোলাপজল ছিটাইয়া দিতে লাগিল । স্থানীয় প্রথানুসারে তঁাহার সম্মানার্থ প্রতি হিন্দু গৃহস্থের দ্বারদেশ, বিশেষতঃ কলম্বোর তামিলপল্লির মধ্যভাগে অবস্থিত চেকু ষ্ট্রীটের প্রত্যেক গৃহদ্বার দীপসজ্জা ও নারিকেল কদলী প্ৰভৃতি মাঙ্গলিক ফলরাশি দ্বারা সুশোভিত৷ হইয়াছিল । তিনি মন্দিরদ্ধায়ে উপনীত হইবামাত্র সমাগত জনগণ “জয় মহাদেব’ ধবনি করিয়া তাহাকে অভ্যর্থনা করিল। বিগ্ৰহ দৰ্শন ও মন্দিরের পুরোহিতদিগের সহিত অল্পক্ষণ কথাবাৰ্ত্তা কহিয়া স্বামিজী পুনরায় নিজ বাংলায় ফিরিলেন। সেখানে অনেকগুলি ব্ৰাহ্মণ-পণ্ডিত পৃষ্ঠাহার সহিত ক্ষমালাপ করিবার জন্ত والیها