পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমরনাথ ও ক্ষীরভবানী একদিন তিনি আপন নৌকা সরাইয়া একটি নির্জন স্থানে লইয়া গেলেন। এই সময়ে একজন ব্ৰাহ্ম ডাক্তার ব্যতীত আর কাহারও। তাহার নিকট যাইবার আদেশ ছিল না। এই ব্যক্তি স্বামিজীকে অত্যন্ত ভক্তি করিতেন এবং প্রত্যহ তঁহার সংবাদ লাইতে আসিতেন । কিন্তু স্বামিজীকে প্রায়ই ধ্যানস্থ দেখিতে পাইতেন বলিয়া কোনু কথা না কহিয়া ধীরে ধীরে নৌকা হইতে চলিয়া যাইতেন। স্বামিজী তখন জগজনীর ধ্যানে চব্বিশ ঘণ্টা বিভোর । মনের মধ্যে একটা প্ৰবল ঝড় বহিতেছে। এ অবস্থায় হয় তত্ত্ব প্ৰকাশ, না হয় মনের ধ্বংস অবশ্যম্ভাবী । একদিন সন্ধ্যায় তাহাই হইল। বহুদিন পূৰ্ব্বে দক্ষিণেশ্বরের বাগানে যে অবস্থা হইয়াছিল, এদিনও সেই অবস্থা হইল। জগৎসংসার সব উড়িয়া গেল । অন্তর-রাজ্য স্তব্ধ, কিন্তু সৰ্ব্বাঙ্গ যেন বিদ্যুদ্বেগে ঘন ঘন কম্পমান । জগৎ-প্ৰপঞ্চের অন্তরালে যে দুজ্ঞেয় শক্তি বিরাজমানা তাহারই চিন্তায় নিমগ্ন হইয়া তিনি এক অপূৰ্ব্ব দৃশ্য দর্শন করিলেন, সে দর্শনে বিশ্ব-কাব্যের অনন্তরাগিণী হৃদয়ের প্রতি তন্ত্রীতে বাজিয়া উঠিল, বিশ্বতত্বের অমল আলোকরশ্মি তাহার প্রতি দ্বার উদ্ভাসিত করিল। তিনি যেন কিছু লিখিবেন বলিয়া হাত বাড়াইয়া কলমের অন্বেষণ করিতে লাগিলেন এবং সেই অবস্থায় ‘Kali the mother’ নামক সুপ্ৰসিদ্ধ কবিতাটি যন্ত্র-চালিতবৎ লিখিয়া গেলেন। লেখা শেষ হইলে কলমটি হাত হইতে পড়িয়া গেল। তিনিও ভাবসমাধিস্তু হইয়া মূচ্ছিতের ন্যায় গৃহতলে লুটাইয়া পড়িলেন। অমরনাথ হইতে প্ৰত্যাগমনের পর স্বামিজী প্ৰায় মাতৃভাবের brro