পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शान्तै विgवकानना । থেকে কষ্ট ক’রে এসেছে, আর আমি শরীর খারাপ হ’বে ভেবে এখানে ব’সে তাদের সঙ্গে দুটাে কথা বলতে পারবো একদিন যোগানন্দস্বামী ও শরৎবাবুকে সঙ্গে লইয়া তিনি আলিপুরের চিড়িষ্যাখানা দেখিতে গেলেন। সুপারিন্টেণ্ডেণ্ট স্নায় রামব্ৰহ্ম সন্ন্যাল বাহাদুব তাহাকে যথেষ্ট সমাদর করিয়া স্বয়ং তঁাহার সহিত সমস্ত পশুশালায় পমণ করিয়া নানাবিধ পশুপক্ষী দেখাইলেন। তাহার ইচ্ছানুসারে রামব্ৰহ্মবাবু ব্যাস্ত্ৰ ও সিংহদিগকে আহার দিধারা আজ্ঞা দিলেন। স্বামিজী উহাদিগের ভোজন দেখিযা আমোদ বোধ করিলেন। তারপর সৰ্প দেখিয়াও বড় খুনী হইলেন ও কি করিয়া সরীসৃপ জাতির ক্রমবিকাশ হয় তাহা বৰ্ণনা করিতে লাগিলেন। তারপর বানরশালায় প্ৰবেশ কবিলেন । বানর। দেখিলেই ( এদেশ ও পাশ্চাত্যদেশে ) তিনি তাহাদিগকে সম্বোধন করিয়া বলিতেন “ওহে তোমরা এ শরীরে কেন প্ৰবেশ করিলে ? আর জন্মে কি কৰ্ম্ম করিয়াছিলে যাহার ফলে এদেহ ধারণ করিতে झ्छ्रेश्वाgछ ?” রামব্ৰহ্ম বাবু কিঞ্চিৎ জলযোগের আয়োজন করিয়াছিলেন। জলযোগান্তে অনেক কথাবাৰ্ত্ত হইল। রামব্ৰহ্মবাবু উদ্ভিদ বিদ্যা ও জন্তুবিদ্যান্য বিশেষ পারদর্শী ও ডারউইনের ক্রমবিকাশবাদের বড় পক্ষপাতী ছিলেন। স্বামিজী বলিলেন ডারউইনের থিওরি কতকাদূর পর্যন্ত সত্য বটে। কিন্তু অনেক জিনিষ আছে যেখানে উহা খাটে না ; আর ‘জীবন-সংগ্রামে প্ৰতি brՏեր