পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ব্যঞ্জন রন্ধন করিলেন। মহিলাদিগের সহিত কথা বলিতে বলিতে স্বামিজী অন্যান্য শিষ্যের ন্যায় নিবেদিতাকে তঁহার জন্য এক কলিকা তামাকু সাজিতে বলিলেন। সিষ্টার তৎক্ষণাৎ উঠিয়া গিয়া আনন্দের সহিত তামাকু সাজিযা আনিলেন ও স্বামিজীর সেবা করিবার অধিকার লাভ করিয়া আপনাকে বিশেষ সৌভাগ্যশালিনী মনে করিতে লাগিলেন। মহিলাগণ প্ৰস্থান করিলে স্বামিজী গুরুভাইদের বলিলেন যে নিবেদিতাকে দিয়া তামাকু সাজাইবার উদ্দেশ্য এই যে তিনি শুনিয়াছিলেন এ দেশের কোন কোন শিক্ষিত সম্প্রদায়ের ধারণা যে তিনি নাকি শ্বেতাঙ্গদের স্তুতি ও ছন্দানুবৰ্ত্তন দ্বারা তাহাদিগকে আপনি শিষ্য করিতে সমর্থ হইয়াছেন—তঁহাদের সম্মুখে একজন পাশ্চাত্য রমণীকে আপন সেবা কাৰ্য্যে নিযুক্ত করিয়া তিনি দেখাইলেন ঐ ধারণা সম্পূর্ণ ভ্ৰান্ত। FÖs