পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবার সমুদ্রযাত্রা। ১৮৯৯ সালের গ্রীষ্মেব প্রথমেই স্বামিজীর স্বাস্থ্য অতিশয়। ক্ষীণ হইযা পড়িলে তাহার ভক্ত নড়াইলের জমীদারেরা তাহার গঙ্গায় মুক্তবায়ুসেবনের জন্য একটি বজরার ব্যবস্থা করিলেন। তিনি প্ৰাতে ও সন্ধ্যান্য অনেক সময় বজরার ছাদে ধ্যানমগ্ন অবস্থায় থাকিতেন, কখনও বা বালকের ন্যায় সরল সহাস্তবদনে চতুর্দিকেৰ প্ৰাকৃতিক শোভা দেখিতেন। সাধারণতঃ বজরা উত্তরে দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাইত এবং গোধূলির আলো বা রাত্রের অন্ধকারে সেইখান দিয়া যাইবার সময় তিনি প্ৰায় গভীর চিন্তাষ নিমগ্ন হইতেন। সারাদিন শিক্ষা ও প্রচার কাৰ্য্যে ব্যস্ত থাকিয়া সন্ধ্যার সময় ঐ রূপ জলভ্ৰমণ র্তাহার নিকট অতিশয় গ্ৰীতিপ্ৰদ বোধ হইত। শরীরের অবস্থা যেমনই হউক। তিনি কখনও পরের জন্য পরিশ্রম করিতে কাতর হইতেন না। ডাক্তারেরা একবাক্যে তঁহাকে সাধারণ্যে বক্তৃতা করিতে নিষেধ করিয়াছিলেন। verifi Ryan orgria fies frGrifivia “The young India movemento (IF KIFVsi fsfR TYPfTS fC এবং মিশনের রবিবাসরীয় বৈঠকে কখনও অনুপস্থিত থাকিতেন। না। এই সময়ে কলিকাতার সম্রাস্ত ধনিগণের অনেকে তঁহাকে আপন আপন গৃহে নিমন্ত্ৰণ করিতেন। ১৭ই জুন শেষবার তিনি এইৰূপ নিমন্ত্রণ রক্ষার্থ মহারাজ তার যতীন্দ্রমোহন ঠাকুরের SSግ