পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবার সমুদ্রযাত্ৰা । ইত্যাদি নানাবিধ দ্রব্য র্তাহাকে উপহার প্রদান করিলেন। স্বামিজী রেলিংএর পারে দাড়াইয়া অনেকক্ষণ কথাবার্তা বলিলেন, শেষে অত্যন্ত ক্লান্ত হইয়া বিদায় গ্ৰহণ করিলেন। আলাসিঙ্গ ‘ব্ৰহ্মবাদিনপত্র পরিচালন সম্বন্ধে স্বামিজীর সহিত পরামর্শ করিবেন বলিয়া কলম্বো পৰ্যন্ত টিকিট লাইলেন। সন্ধ্যার সময় জাহাজ ছাড়িলে শত শত মান্দ্ৰাজী বালকবালিকা, যুবা ও বুদ্ধের কণ্ঠ হইতে স্বামিজীর উদেশে ঘন ঘন জয়ধ্বনি উত্থিত হইয়া সমুদ্র-কল্লোলের সহিত মিশ্রিত হইল। মন্দ্ৰিাজ পরিত্যাগের চারিদিবস পরে জাহাজ। কলম্বোতে পৌছিল, কলম্বোতে স্বামিজীকে নামিবার অনুমতি দেওয়া হইল। এখানে স্যার কুমারস্বামী, মিঃ অরুণাচলাম প্রভৃতি পুরাতন বন্ধুদিগের সহিত সাক্ষাৎ হইল। আরও বহু ভক্ত স্বামিজীর দশনালাভের জন্য সমবেত হইয়াছিলেন। তিনি মিসেস হিগিনের বৌদ্ধবালিকাবিদ্যালয় এবং কাউণ্টেস কানোভারার , কনভেণ্ট ( স্ত্রীমঠ ) ও স্কুল পরিদর্শন করিলেন। ২৮শে জুন জাহাজ। কলম্বো পরিত্যাগ করিল। এন্ডেন পৰ্যন্ত মৌসুম বায়ুর প্রাবল্যে জাহাজ বড় দুলিতে লাগিল ও ছয়দিনের পথ দশদিনে পৌছিল। সকোট্রায় মনসুনের বিষম বাড়াবাড়ি, তারপর সমুদ্র অনেকটা ঠাণ্ডা। ৮ই জুলাই ষ্টীমার এডেনে ও ১৪ই সুয়েজ বন্দরে পৌঁছিল। পথে নেপলসে একবার ধরিয়া মাসেলে পৌছিল ও ৩১শে জুলাই লণ্ডনে উপস্থিত হইল। সমুদ্রপথে এই দীর্ঘ দেড়মাসকাল স্বামিজী ভারতের ধৰ্ম্ম, atakd